সমলিঙ্গের যুগলদের আশীর্বাদ করতে রোমান ক্যাথলিক যাজকদের অনুমতি দিয়েছেন পোপ ফ্রান্সিস। একে এলজিবিটি সম্প্রদায়ের জন্য বড় অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ক্যাথলিক সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস বলেন, নির্দিষ্ট পরিস্থিতিতে সমকামী ও অনিয়মিত যুগলদের আশীর্বাদ করতে ক্যাথলিক যাজকদের অনুমতি দেওয়া উচিত।
গতকাল সোমবার ভ্যাটিকানের জারি করা একটি নথির অনুমোদন দেন পোপ ফ্রান্সিস। এতে তিনি আরও বলেন, ‘ঈশ্বর সবাইকে স্বাগত জানান। তবে প্রতিটি ঘটনা আলাদাভাবে বিবেচনা করার পর যাজকেরা আশীর্বাদ করবেন।’
তবে ভ্যাটিকান কর্তৃপক্ষ বলেছে, এসব আশীর্বাদ গির্জার নিয়মিত আচার-অনুষ্ঠানের অংশ করা উচিত হবে না। এ ছাড়া নাগরিক ইউনিয়ন কিংবা বিবাহের সঙ্গে সম্পর্কিত হওয়াও উচিত নয়। এর অর্থ, ভ্যাটিকান এখনো নারী-পুরুষের বিবাহে উৎসাহ জোগাচ্ছে।
এর আগে গত জানুয়ারিতে পোপ ফ্রান্সিস এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমরা সবাই ঈশ্বরের সন্তান। তাই সমকামিতা কোনো অপরাধ হতে পারে না।’
সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিস এলজিবিটিকিউদের অধিকার রক্ষায় তাঁদের পাশে দাঁড়াতে যাজকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেছিলেন, অনেক জায়গায় আইনের মাধ্যমে সমকামিতাকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়। এটা মোটেও ন্যায্য নয়।