লেবার পার্টি ‘আরও ভালো’ ব্রেক্সিট চুক্তি করবে: স্যার কেইর স্টারমার

যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা স্যার কেইর স্টারমার
রয়টার্স ফাইল ছবি

যুক্তরাজ্যের বিরোধী লেবার পার্টির নেতা স্যার কেইর স্টারমার বলেছেন, তাঁর দল পরবর্তী সাধারণ নির্বাচনে জিতে ক্ষমতায় এলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে ‘আরও ভালো’ ব্রেক্সিট চুক্তি করা হবে।

ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার চুক্তি ‘ব্রেক্সিট’ নামে পরিচিত। ২০২১ সালে কনজারভেটিভ দলের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের সময় চুক্তিটি সই হয়। আগামী ২০২৫ সালে চুক্তিটি পর্যালোচনা করার কথা রয়েছে।

ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্যার কেইর স্টারমার বর্তমান চুক্তিকে ‘খুবই নাজুক’ বলে অভিহিত করেছেন।

এরপর কানাডার মন্ট্রিয়লে মধ্য বামপন্থী রাজনীতিকদের এক সম্মেলনে দেওয়া ভাষণে স্যার কেইর স্টারমার ব্রেক্সিট চুক্তিতে সংশোধনের ঘোষণা দেন। তবে তিনি কাস্টমস ইউনিয়ন, একক বাজার কিংবা ইইউ জোটে নতুন করে যুক্ত হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

স্যার কেইর স্টারমার ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, ব্রেক্সিটকে আরও কার্যকর করার প্রতিশ্রুতি দিয়ে লেবার পার্টি ক্ষমতায় এলে তিনি কখনোই ইইউ জোটে নতুন করে যুক্ত হওয়ার উদ্যোগ নেবেন না।

স্যার কেইর স্টারমার বলেন, ‘প্রায় প্রত্যেকেই বলছেন, বরিস জনসনের আমলে করা ব্রেক্সিট চুক্তিটি ভালো নয়। এটা খুবই নাজুক একটি চুক্তি। ২০২৫ সালে আমরা (লেবার পার্টি) ক্ষমতায় থাকলে যুক্তরাজ্যের জন্য এর চেয়ে ভালো একটি চুক্তির চেষ্টা করা হবে।’

আগামী বছর যুক্তরাজ্যের পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে জনমত জরিপগুলোয় লেবার পার্টি ধারাবাহিকভাবে এগিয়ে রয়েছে।

কানাডা সফরে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাৎ করেছেন স্যার কেইর স্টারমার। এরপর তাঁর ফ্রান্স সফরে যাওয়ার কথা। সেখানে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে বৈঠক করবেন তিনি। ওই বৈঠকে ব্রেক্সিট-পরবর্তী সময়ে দ্বিপক্ষীয় সম্পর্কের গতিপ্রকৃতি নিয়ে আলোচনা প্রাধান্য পাবে।