‘বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আজ আমরা গর্বের সঙ্গে বাংলাদেশের পতাকা উড়িয়েছি।’ কথাগুলো বাংলাদেশ থেকে পাঁচ হাজার মাইল দূরে যুক্তরাজ্যের স্থানীয় সরকারের একটি প্রতিষ্ঠান ‘বার্কিং অ্যান্ড ডেগেনহাম’ কাউন্সিল কর্তৃপক্ষের। বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতা দিবসের দিন লাল-সবুজের পতাকা উত্তোলন করেছে তারা।
বাংলাদেশের স্বাধীনতা দিবসে যুক্তরাজ্যের বেশ কয়েকটি কাউন্সিল ভবনে উড়েছে বাংলাদেশের জাতীয় পতাকা। এ ছাড়া মেয়র অব লন্ডনের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে লন্ডনে বসবাসরত বাংলাদেশিদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে।
বুধবার যুক্তরাজ্যের স্থানীয় সরকারের প্রতিষ্ঠান অন্তত তিনটি কাউন্সিলের টাউন হল ভবনে বাংলাদেশের জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। পূর্ব লন্ডনের বার্কিং কাউন্সিলের টাউন হল ভবন, নিউহাম টাউন হল ভবন ও ক্রয়ডন কাউন্সিলের টাউন হল ভবনে দিনব্যাপী পতপত করে উড়ছিল ৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের লাল-সবুজের পতাকা।
২৬ মার্চ সকালে বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের কাউন্সিল লিডার ড্যারন রডওয়েল তাঁর সহকর্মী কাউন্সিলর ও স্থানীয় বাংলাদেশিদের নিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে কাউন্সিলের অফিশিয়াল ফেসবুক পেজে কাউন্সিল ভবনের সামনে থেকে বাংলাদেশের জাতীয় পতাকাসহ তোলা ছবি পোস্ট করে সেখানে লেখা হয়, ‘আমরা আমাদের বাংলাদেশি সম্প্রদায়ের জন্য গর্বিত এবং আমাদের বরোতে (কাউন্সিলে) তাদের অবদানের জন্য বাংলাদেশিদের ধন্যবাদ জানাই।’
ক্রয়ডন কাউন্সিলের কাউন্সিলর মোহাম্মদ ইসলাম কাউন্সিল ভবনের সামনে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘আজ আমরা ক্রয়ডন টাউন হলে পতাকা উত্তোলনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদ্যাপন করছি। আসুন আমরা সেই বীরদের সম্মান করি, যাঁরা আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছেন এবং যাঁরা মুক্তিযুদ্ধের সময় আমাদের সমর্থন করেছিলেন। আপনাদের ত্যাগ ও সাহসিকতার জন্য ধন্যবাদ।’