অবশেষে রাজবাড়ি ছাড়লেন হ্যারি-মেগান

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল
ছবি: রয়টার্স

ব্রিটেনের রাজপরিবারের উইন্ডসর প্রাসাদে নিজেদের বাড়ি খালি করে দিয়েছেন প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেল। গতকাল বৃহস্পতিবার বাকিংহাম প্যালেস বিষয়টি নিশ্চিত করেছে।

‘ফ্রগমোর কটেজ’ নামের এই বাড়ি প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ ২০১৮ সালে বিয়ের সময় হ্যারি ও মেগানকে উপহার দিয়েছিলেন।

জানুয়ারিতে প্রকাশিত হয় হ্যারির আলোচিত আত্মজীবনীমূলক গ্রন্থ ‘স্পেয়ার’। রাজা তৃতীয় চার্লসের ছোট ছেলে হ্যারি এতে রাজপরিবারের কড়া সমালোচনা করেন।

তখন সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, এর পরপরই রাজপরিবারের কোনো কিছু তাঁর কাছে থাকলে, তা ছাড়াতে বলা হয় হ্যারিকে।

গতকাল বৃহস্পতিবার রাজকীয় অর্থসংক্রান্ত একটি বার্ষিক প্রতিবেদন প্রকাশের সময় রাজপ্রাসাদের জ্যেষ্ঠ কর্মকর্তা মাইকেল স্টিভেনস বলেন, ‘আমরা নিশ্চিত করতে পারি যে, সাসেক্সের ডিউক ও ডাচেস ফ্রগমোর কটেজ খালি করে দিয়েছেন।’

হ্যারি ও মেগান ডিউক অব সাসেক্স ও ডাচেস অব সাসেক্স হিসেবেও পরিচিত। রাজপ্রাসাদের আর্থিক বিষয়ের দেখভালের দায়িত্বে থাকা স্টিভেনস আরও বলেন, ‘আমরা এখানে এই নিষ্পত্তির বিষয়টি বিশদভাবে বলতে যাচ্ছি না।’

‘ফ্রগমোর কটেজ’ ৩০ লাখ ডলার খরচ করে সংস্কার করেছিলেন হ্যারি ও মেগান। পরে আকস্মিক রাজকীয় জীবন ছেড়ে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পাড়ি জমান এই দম্পতি।