নকিয়ার বিভিন্ন মডেলের মুঠোফোনের প্রতি তাঁর বেশ আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকে তিনি সংগ্রহ করে ফেলেছেন ৩ হাজার ৬১৫ ধরনের মোবাইল। এই সংগ্রহ দিয়েই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন স্পেনের নাগরিক ওয়েন্সেস পালাও ফার্নান্দেজ।
স্পেনের বার্সেলোনার নাগরিক ফার্নান্দেজ বলেন, ১৯৯৯ সালে বড়দিনে তিনি ৩২১০ মডেলের ধূসর রঙের একটি নকিয়া মুঠোফোন পেয়েছিলেন। এর পর থেকে মুঠোফোনের প্রতি তাঁর একধরনের ভালোবাসা তৈরি হয়। ২০০৮ সাল থেকে তিনি নকিয়ার সেসব মডেলের মুঠোফোন কেনা শুরু করেন, যা আগে কেনার সামর্থ্য ছিল না তাঁর।
ফার্নান্দেজ পরে শুধু নকিয়া নয়, অন্যান্য কোম্পানির তৈরি মুঠোফোনও সংগ্রহ শুরু করেন। এভাবে তিনি বিভিন্ন মডেলের মুঠোফোনের বিশাল সংগ্রহ গড়ে তোলেন।
ফার্নান্দেজ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন, ‘মুঠোফোনের নতুন নতুন মডেল বাজারে আসতে থাকে। আমিও নতুন নতুন মডেলের ফোন সংগ্রহ চালিয়ে যেতে থাকি। অবশ্য এক বছর আগে আমি মোবাইল সংগ্রহের কাজটি বন্ধ করে দিয়েছিলাম। অবশ্য সেটা বেশি দিন নয়। পরে আবার আমি নকিয়ার নানা মডেলসহ অন্যান্য কোম্পানির কিছু মুঠোফোন সংগ্রহের কাজ শুরু করি। বিশেষ করে যেসব ফোন বাজারে বিক্রির জন্য নয়, সেসব মডেলের ফোন সংগ্রহে মন দিই।’
নকিয়ার এমন কিছু মডেলের মুঠোফোন বাজারে রয়েছে, যা বাজারে খুব কমই দেখা যায়, সেগুলো সংগ্রহের চেষ্টা করেন ফার্নান্দেজ। যেমন নকিয়া ৩২২০ স্টার ওয়ার্স ইপিসোড–তৃতীয় ভার্সনের ইয়োডা, স্টারফাইটার, ওবি–ওয়ান কেনোবি ইত্যাদি মোবাইল তাঁর সংগ্রহে রয়েছে।
ফার্নান্দেজ বলেন, ‘আমার সংগ্রহে এমন সব অসাধারণ মডেলের মুঠোফোন রয়েছে, যা বাজারে খুব একটা পাওয়া যায় না। ঐকান্তিক চেষ্টা এবং অনেক অর্থ ব্যয় করে আমি এসব মুঠোফোন সংগ্রহ করেছি। আপনি যদি একজন ভালো সংগ্রাহক হন, তাহলে আপনি বুঝতে পারবেন, আমি কী বলতে চাইছি। আমার এই সংগ্রহের উদ্যোগ এখনো অসম্পন্ন। তবে আমি আমার সাধ্যমতো সংগ্রহের কাজ চালিয়ে যাব।’