খ্রিষ্টধর্মের প্রাচীনতম একটি ধর্মীয় গ্রন্থ আগামী জুনে নিলামে তোলা হচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিস এমন তথ্য জানিয়েছে।
দ্য ক্রসবি-শোয়েন কোডেক্স নামের বইটি ২৫০-৩৫০ খ্রিষ্টাব্দের মধ্যে মিসরে প্যাপিরাসের ওপর কপটিক লিপিতে লেখা। প্যাপিরাস হলো মিসরের প্যাপিরাস নামের গাছ থেকে তৈরি লেখার মাধ্যম, যা অনেকটা কাগজের মতো।
ধারণা করা হয়, এখন পর্যন্ত অস্তিত্ব থাকা সবচেয়ে পুরোনো বইগুলোর একটি এটি। নিলামে এটি ৩৮ লাখ ডলারে বিক্রি হওয়ার আশা করা হচ্ছে।
এই ধর্মীয় গ্রন্থটি প্রাচীন একটি খ্রিষ্টীয় মঠে লেখা হয়েছিল। এর মধ্যে দুটি বাইবেল গ্রন্থের সম্পূর্ণ পাণ্ডুলিপি আছে।
নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিসের বই ও পাণ্ডুলিপি–সংক্রান্ত জ্যেষ্ঠ বিশেষজ্ঞ ইউজেনিও ডোনাডোনি বলেছেন, ‘ভূমধ্যসাগরের আশপাশের এলাকায় খ্রিষ্টধর্মের প্রসারের শুরুর দিককার সাক্ষী হিসেবে গ্রন্থটি একটি গুরুত্বপূর্ণ স্মারক।’
নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিস বলেছে, খ্রিষ্টধর্মের আবির্ভাবের শুরুর দিকে ১০৪ পৃষ্ঠা তথা ৫২ পাতার গ্রন্থটি লিখেছিলেন একজন লিপিকার। তিনি ৪০ বছর ধরে গ্রন্থটি লিখেছেন। এটি বিশ্বের সবচেয়ে পুরোনো গ্রন্থগুলোর একটি।
মিসিসিপি বিশ্ববিদ্যালয় কোডেক্স গ্রন্থটি কিনেছিল। সেখানে এটি ১৯৮১ সাল পর্যন্ত ছিল। পরে নরওয়ের পাণ্ডুলিপি সংগ্রহকারী মার্টিন শোয়েন ১৯৮৮ সালে এটি কিনে নেন।
শোয়েন এই ধর্মীয় গ্রন্থটির পাশাপাশি তাঁর সংগ্রহে থাকা আরও কিছু জিনিস নিলামে তুলবেন।
ক্রিস্টিসের নিউইয়র্ক শাখায় কোডেক্সের প্রদর্শনী চলছে। ৯ এপ্রিল পর্যন্ত এটি সেখানে থাকবে।
আগামী ১১ জুন লন্ডনে গ্রন্থটি নিলামে তোলা হবে। ধারণা করা হচ্ছে, নিলামে এর দাম ২৬ লাখ ডলার থেকে ৩৮ লাখ ডলার পর্যন্ত উঠতে পারে।