বিচিত্র

দড়িলাফে কুকুরের রেকর্ড 

উলফগ্যাং লুয়েনবার্গারের সঙ্গে কুকুর বালু
ছবি: ভিডিও থেকে নেওয়া

শারীরিক কসরতের মধ্যে অন্যতম দড়িলাফ। শরীরের মেদ ঝরানোর জন্য অনেকে মানুষ এ ব্যায়ামকে প্রাধান্য দিয়ে থাকেন। তাই বলে একটি কুকুরকে যখন দড়িলাফ দিতে দেখবেন, তখন নিশ্চয়ই আশ্চর্য হবেন। তেমনই আশ্চর্যজনক ঘটনা ঘটিয়েছে কুকুর ‘বালু’। টানা দড়িলাফ দিয়ে রীতিমতো রেকর্ড গড়েছে কুকুরটি।

বালুর মালিকের নাম উলফগ্যাং লুয়েনবার্গার। বালুকে নিয়ে তিনি জার্মানির নর্থ রাইন–ওয়েস্টফেলিয়া অঞ্চলের স্টাকেনব্রোকে থাকেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে লুয়েনবার্গারকে দড়িলাফ দিতে দেখা যায়। তবে তিনি একা ছিলেন না। সঙ্গে ছিল প্রিয় পোষা কুকুর বালু।

বালু আর লুয়েনবার্গারের একের পর এক দড়িলাফের ভিডিওটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ ইনস্টাগ্রামে শেয়ার করেছে। ক্যাপশনে বলা হয়েছে, নির্দিষ্ট সময়ে সবচেয়ে বেশিবার দড়িলাফ দেওয়ার রেকর্ড গড়েছে বালু। কুকুরটি ৩০ সেকেন্ড সময়ে নিজের মালিকের সঙ্গে ৩২ বার দড়িলাফ দিয়েছে। এর মধ্য দিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে বালু। আর এ রেকর্ড হয়েছে গত বছরের ১২ জুলাই।

ইনস্টাগ্রামে এখন পর্যন্ত ৩০ লাখের বেশি ব্যবহারকারী ভিডিওটি দেখেছেন। অনেকেই বালুর এমন অর্জনের প্রশংসা করেছেন। নতুন বিশ্ব রেকর্ড গড়ায় অভিনন্দন জানিয়েছেন। ভিডিওটি দেখে একজন কমেন্ট করেছেন, ‘সুন্দর এ কুকুরটি সত্যি অসাধারণ। ছোট্ট বিশ্ব চ্যাম্পিয়ন বালু।’

অন্যদিকে লুয়েনবার্গার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বালুর এ অর্জন একদিনে হয়নি। এ জন্য কুকুরটিকে দিনের পর দিন অনুশীলন
করতে হয়েছে। পরিশ্রম করতে হয়েছে। এরপরই কুকুরটি টানা দড়িলাফ দেওয়ার দক্ষতা অর্জন করেছে।

গিনেসের ওয়েবসাইটে বালুর এ অর্জনের কথা উল্লেখ রয়েছে।