রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে আলোচনায় আসা ‘কুখ্যাত’ রুশ ভাড়াটে সেনাদল ‘দ্য ওয়াগনার গ্রুপ’ প্রথমবার আনুষ্ঠানিকভাবে তাদের সদর দপ্তর খুলেছে। ভাড়াটে সেনা সরবরাহকারী এ প্রতিষ্ঠান তাদের সব কার্যক্রম এত দিন গোপন রাখলেও শুক্রবার জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গে সদর দপ্তর খুলেছে তারা। খবর আল-জাজিরার
ওয়াগনার গ্রুপের নিয়ন্ত্রণকারী ইয়োজিনি প্রিবুওশন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র হিসেবে পরিচিত। সেন্ট পিটার্সবার্গ শহরে কাচের দেয়াল ঘেরা একটি ঝকঝকে বহুতল ভবনে নিজেদের সদর দপ্তর চালু করার কথা শুক্রবার জানান ইয়োজিনি। সেখানে সাদা রঙের বর্ণে বড় করে ‘ওয়াগনার’ চিহ্ন রয়েছে।
‘ওয়াগনার সেন্টার’ নামে সদর দপ্তর খোলাকে ভাড়াটে সেনাদলটি সম্পর্কে তথ্য প্রকাশের একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সেই সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা নীতিতে ওয়াগনার গ্রুপের ভূমিকা আরও জোরদার করার জন্য ইয়োজিনি এ পদক্ষেপ নিলেন বলে ধারণা করা হচ্ছে।
ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর চাপে পড়ার বিষয়টি নিয়ে একাধিকবার রুশ জেনারেলদের প্রকাশ্যে সমালোচনা করতে দেখা গেছে ইয়োজিনিকে। এর আগে গত মাসে ইয়োজিনি প্রথমবারের মতো বলেন, তিনিই ওয়াগনারের প্রতিষ্ঠাতা। ওয়াগনার গ্রুপের সদস্যদের বেশির ভাগ সাবেক রুশ সেনা।
গত মাসে ইউরোপীয় ইউনিয়ন ওয়াগনার গ্রুপের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছিল। ইইউর অভিযোগ, মস্কোর হয়ে এই গোষ্ঠী চোরাগোপ্তা অভিযান চালাচ্ছে। ওয়াগনার নিয়ন্ত্রণের কারণে ইয়োজিনির ওপর যুক্তরাষ্ট্র ও ইইউর নিষেধাজ্ঞা রয়েছে।