কুরস্ক অঞ্চলের যুদ্ধ পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠক ভ্লাদিমির পুতিনের। গতকাল মস্কোয়
কুরস্ক অঞ্চলের যুদ্ধ পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠক ভ্লাদিমির পুতিনের। গতকাল মস্কোয়

রুশ ভূখণ্ডে হামলা জোরদার 

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় কস্তিয়ানতিনিভকা শহরে একটি সুপারমার্কেটে রাশিয়ার হামলায় ১০ জন নিহত হয়েছেন।

রাশিয়ায় স্থল ও আকাশপথে হামলা জোরদার করেছে ইউক্রেন। গতকাল শুক্রবারও সীমান্ত পার হয়ে রুশ ভূখণ্ডে ঢুকে হামলা চালান ইউক্রেনীয় সেনা ও যোদ্ধারা। একই সঙ্গে সম্মুখসমর থেকে কয়েক শ কিলোমিটার ভেতরে রাশিয়ার একটি বিমানঘাঁটিতেও হামলা হয়েছে। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় কস্তিয়ানতিনিভকা শহরে একটি সুপারমার্কেটে রুশ হামলায় ১০ জন নিহত হয়েছেন।

গত মঙ্গলবার রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে ঢুকে পড়েন ইউক্রেনীয় সেনা ও যোদ্ধারা। এ ঘটনাকে ইউক্রেনে মস্কোর হামলা শুরুর পর রুশ ভূখণ্ডে কিয়েভের সবচেয়ে বড় হামলা হিসেবে দেখা হচ্ছে।

রাশিয়া জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে এক হাজার ইউক্রেনীয় সেনা ও যোদ্ধা এবং দুই ডজনের বেশি সাঁজোয়া যান ও ট্যাংক এ হামলায় অংশ নেয়। যদিও পরে এর চেয়ে অনেক বেশিসংখ্যক যুদ্ধযান ধ্বংসের দাবি করে আসছে মস্কো।

কিয়েভ আনুষ্ঠানিকভাবে এখনো এ অভিযানের কথা স্বীকার করেনি। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় দেওয়া বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, নিজেদের আগ্রাসনের পরিণতি কী হতে পারে, রাশিয়ার সেটা ‘উপলব্ধি’ করা প্রয়োজন।

এদিকে গতকাল লাইপেতস্ক অঞ্চলে রাশিয়ার একটি বিমানঘাঁটিতে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই সামরিক ঘাঁটি রাশিয়া-ইউক্রেন থেকে ২৮০ কিলোমিটার ভেতরে অবস্থিত।

রাশিয়ার স্থানীয় গভর্নর ইগর আর্তামোনোভ জানিয়েছেন, রাতে ব্যাপক ড্রোন হামলা চালানো হয়। এরপর ওই বিমানঘাঁটি জ্বলতে থাকে বলে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়।

গতকাল বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, ‘আগের রাতে লাইপেতস্ক বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী।’ গাইডেড বোমা রাখার একটি স্থাপনাসহ কয়েকটি স্থাপনায় আঘাত হানা হয়। এরপর একাধিক বিস্ফোরণে ব্যাপক অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে।

এদিকে গতকাল ইউক্রেনের পূর্বাঞ্চলীয় কস্তিয়ানতিনিভকা শহরে সুপারমার্কেটে রাশিয়ার হামলায় ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৫ জন। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লিমেঙ্কো টেলিগ্রামে এ কথা জানিয়েছেন।