বোমা থাকার খবরে খালি করা হলো আইফেল টাওয়ার

আইফেল টাওয়ার ফ্রান্সে ঘুরতে যাওয়া পর্যটকদের কাছে আকর্ষনীয় একটি জায়গা
ফাইল ছবি: রয়টার্স

নিরাপত্তা উদ্বেগের জেরে ফ্রান্সের রাজধানী প্যারিসের আইকনিক স্থাপনা আইফেল টাওয়ার থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময় শনিবার (১২ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

আইফেল টাওয়ার পরিচালনাকারী কর্তৃপক্ষ এসইটিই জানায়, সেখানকার একটি রেস্তোঁরাসহ তিনটি তলা ও সামনের চত্ত্বর পুরোপুরি খালি করা ফেলা হয়েছিল। এরপর পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা তল্লাশি চালান।

তবে তল্লাশির পর ওই জায়গা থেকে বোমা উদ্ধারের কোনো খবর পাওয়া যায়নি। এসইটিইর একজন মুখপাত্র জানান, নিরাপত্তার জন্য এমন উদ্যোগ নেওয়া হয়। এটা খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বোমা থাকার খবরটি সত্য নয়। ভুল অ্যালার্ম বেজে উঠেছিল। তাই দর্শনার্থীরা চাইলে আইফেল টাওয়ারে যেতে পারেন।

আইকনিক আইফেল টাওয়ার ফ্রান্সে ঘুরতে যাওয়া পর্যটকদের কাছে আকর্ষনীয় একটি জায়গা। গত বছর ৬২ লাখ পর্যটন আইফেল টাওয়ারে ঘুরতে গেছেন। 

১৮৮৭ সালের জানুয়ারিতে আইফেল টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয়েছিল। ১৮৮৯ সালের ৩১ মার্চ দর্শনার্থীদের জন্য এই স্থাপনা খুলে দেওয়া হয়। স্থাপনাটি ১ হাজার ৬৩ ফুট উঁচু।  ১৯৩০ সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনা ছিল আইফেল টাওয়ার।