বাঁধ ধ্বংসের পর পানিতে ভেসে গেছেন রুশ সেনারা

কাখোভকা জলবিদ্যুৎকেন্দ্রের বাঁধের একটি অংশ ধসে পড়ার পর প্রবল বেগে বেরিয়ে যাচ্ছে পানি। স্যাটেলাইট ইমেজ
ছবি: রয়টার্স

ইউক্রেনের খেরসন অঞ্চলের একটি জলাধারের বাঁধ ধ্বংসের পর বন্যার পানিতে অনেক রুশ সেনা ভেসে গেছেন। এ ছাড়া বাঁধ ধ্বংসের পর বিশৃঙ্খলায় অনেক রুশ সেনা হতাহত হয়েছেন। ইউক্রেনের সামরিক বাহিনীর একজন কর্মকর্তা এমন দাবি করেছেন।

জলাধারের ধ্বংস হওয়া বাঁধটি খেরসনের নোভা কাখোভকা শহরে অবস্থিত। এ জলাধার নিপ্রো নদীর কূল ঘেঁষে তৈরি করা হয়েছে। অঞ্চলটি বর্তমানে রাশিয়ার দখলে। মঙ্গলবার বাঁধ ধ্বংসের পর আশপাশের বড় এলাকা প্লাবিত হয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনীর ক্যাপ্টেন আন্দ্রেই পিদলিসনি বলেন, বাঁধটি যখন ধ্বংস হলো, তখন নিপ্রো নদীর যে পাশে রুশ সেনারা অবস্থান করছিলেন, সেখানে কেউ বাঁচতে পারেননি। নদীর ওই পাশে থাকা রাশিয়ার সেনা দলগুলো ভেসে গেছে। ড্রোনের মাধ্যমে রুশ সেনাদের পানিতে ভেসে যেতে দেখেছেন তাঁরা। এ ছাড়া ঘটনাস্থলে থাকা ইউক্রেনের সেনারাও বিষয়টি দেখেছেন।

আন্দ্রেই পিদলিসনি মনে করেন, ইউক্রেনের আসন্ন হামলার পরিকল্পনা ভেস্তে দিতেই বাঁধটি ধ্বংস করেছে রাশিয়া। বাঁধটি গুঁড়িয়ে দেওয়ার জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন ও দেশটির পশ্চিমা মিত্ররাও। তবে রাশিয়া বলছে, পাল্টা হামলার ব্যর্থতা আড়াল করতে ইউক্রেন নাশকতা চালিয়ে বাঁধটি ধ্বংস করেছে।