জেলেনস্কির ১০ দফা শান্তি প্রস্তাব নাকচ করল মস্কো

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ফাইল ছবি: রয়টার্স

যুদ্ধের লাগাম টানতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ১০ দফা শান্তি প্রস্তাব নাকচ করে দিয়েছে রাশিয়া। মস্কোর মতে, ইউক্রেনের যে চারটি অঞ্চল রাশিয়ার অধিভুক্ত হয়েছে, তা এখনকার বাস্তবতা। এটা মেনে নিতেই হবে। খবর এএফপি ও রয়টার্সের।

গত নভেম্বরে জি–২০ দেশগুলোর নেতাদের সামনে প্রথম ১০ দফা শান্তি প্রস্তাব তুলে ধরেন জেলেনস্কি। এতে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার, অধিকৃত চারটি অঞ্চল দোনেৎস্ক, লুহানস্ক, দনবাস ও জাপোরিঝঝিয়া ফিরিয়ে দেওয়া থেকে শুরু করে খাদ্য, জ্বালানি, পারমাণবিক ও যুদ্ধবন্দীদের নিরাপত্তার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন সফর করেন জেলেনস্কি। বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। এ সময় জেলেনস্কি তাঁর ১০ দফা শান্তি প্রস্তাবের কথা নতুন করে তুলে ধরেন। এ ছাড়া ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও এ নিয়ে কথা বলেছেন জেলেনস্কি। উন্নত অর্থনীতির দেশগুলোর জোট জি–৭–এর নেতাদেরও বিষয়টি জানিয়েছেন তিনি।

বিশ্বনেতাদের প্রতি জেলেনস্কির আবেদন, ১০ দফা সামনে রেখে একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজন করা হোক। এর মধ্য দিয়ে তাঁর দেশের ওপর রুশ আগ্রাসনের ভয়াবহতা কমে আসবে। এমনকি সব কটি প্রস্তাবে মস্কো রাজি না হলে কয়েকটি নিয়ে আলোচনা শুরুর পক্ষে জেলেনস্কি।

তবে চলতি ডিসেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১০ দফা নাকচ করেছিলেন। এদিকে আজ বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে ওই শান্তি প্রস্তাব মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। বিশেষত চারটি অঞ্চল রাশিয়ার অধিভুক্ত হওয়ার পর। বাস্তবতাবিবর্জিত এ প্রস্তাবে শান্তিপূর্ণ সমাধান আসবে না।’

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়ার ধ্বংস হওয়া সামরিক যানের পাশে পড়ে আছে এক রুশ সেনার মরদেহ

ক্রেমলিনের পক্ষ থেকে আরও বলা হয়, শান্তি আলোচনা শুরু করতে মস্কো রাজি আছে। তবে তা কিয়েভের ১০ দফার ভিত্তিতে নয়।

এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের খেরসনে আজ রকেট ও মর্টার হামলা বাড়িয়েছে রাশিয়া। এক দিনে সেখানে রুশ বাহিনী ৩৩টি রকেট ছুড়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। এ ছাড়া পূর্বাঞ্চলের বাখমুট শহরেও জোর লড়াই চলছে দুই পক্ষের।

তেল বিক্রি নিয়ে পুতিনের আদেশ

পশ্চিমাদের বেঁধে দেওয়া দাম মেনে নেওয়া দেশ ও কোম্পানিগুলোর কাছে তেল বিক্রি না করতে আদেশ জারি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল মঙ্গলবার এক প্রেসিডেনশিয়াল আদেশে বলা হয়েছে, যেসব দেশ বেঁধে দেওয়া দাম মেনে নিয়েছে, সেসব দেশে ১ ফেব্রুয়ারি থেকে অপরিশোধিত তেল ও তেলজাতীয় পণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে মস্কো।

রাশিয়ার সমুদ্রপথে রপ্তানি হওয়া তেলের ব্যারেলপ্রতি সর্বোচ্চ দাম ৬০ ডলার বেঁধে দেওয়ার বিষয়ে জি-৭, ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়া চলতি মাসে একমত হয়। এ সিদ্ধান্ত ৫ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে।

মেদভেদেভের ভবিষ্যদ্বাণী

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ২০২৩ সালের বিশ্ব পরিস্থিতি নিয়ে গতকাল মঙ্গলবার ব্যক্তিগত টেলিগ্রাম ও টুইটার অ্যাকাউন্টে কিছু ভবিষ্যদ্বাণী করেছেন। তাঁর মতে, আগামী বছর যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ বাধতে পারে। গৃহযুদ্ধ শেষে টুইটারের মালিক ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন।

পুতিনের ঘনিষ্ঠ মিত্র মেদভেদেভ বর্তমানে রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা পরিষদের উপপ্রধান। মেদভেদেভ বলেন, আগামী বছর তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১৫০ ডলার হবে। গ্যাসের দামও বাড়বে। যুক্তরাজ্য আবারও ইউরোপীয় ইউনিয়নে যোগ দেবে। আর যুক্তরাজ্যের ফিরে আসার পর এ জোট ভেঙে যাবে। মেদভেদেভের ভবিষ্যদ্বাণী, আগামী বছর জার্মানি ও ফ্রান্স যুদ্ধে জড়াবে।