দুই দিনের রাশিয়া সফর শেষে গতকাল মঙ্গলবার অস্ট্রিয়া পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটিতে ৪১ বছরের মধ্যে ভারতের কোনো প্রধানমন্ত্রীর এটাই প্রথম সফর। ভারতের সর্বশেষ প্রধানমন্ত্রী হিসেবে ১৯৮৩ সালে অস্ট্রিয়া সফরে গিয়েছিলেন ইন্দিরা গান্ধী।
সফরে অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভ্যান ডার বেলেন ও চ্যান্সেলর কার্ল নেহামারের সঙ্গে রাজধানী ভিয়েনায় বৈঠক করবেন মোদি।
পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী মোদি ও চ্যান্সেলর নেহামার ভারত ও অস্ট্রিয়ার ব্যবসায়িক নেতাদের একটি অনুষ্ঠানে বক্তৃতা দেবেন।
অস্ট্রিয়া সফর উপলক্ষে গত রোববার মোদি বলেন, গণতন্ত্র, স্বাধীনতা ও আইনের শাসনের যৌথ মূল্যবোধের ভিত্তিতে দুই দেশ আরও বেশি ঘনিষ্ঠ অংশীদারত্ব গড়ে তুলবে।
মোদির এ মন্তব্যের আগের দিন শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে চ্যান্সেলর নেহামার লেখেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আগামী সপ্তাহে ভিয়েনায় আমন্ত্রণ জানাতে আমি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।
এমন একসময়ে মোদি এক দিনের সফরে অস্ট্রিয়া গেলেন, যখন দেশ দুটি নিজেদের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭৫ বছর উদ্যাপন করছে।
মঙ্গলবার অস্ট্রিয়া পৌঁছার আগে দুই দিনের রাশিয়া সফর শেষ করেন মোদি। প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর মোদির এটাই প্রথম বিদেশ সফর। অন্যদিকে ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর মোদির এটাই প্রথম মস্কো সফর।
সফরের প্রথম দিন সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক নৈশভোজে অংশ নেন মোদি। মঙ্গলবার দুই নেতা রুশ প্রেসিডেন্টের কার্যালয়ে বৈঠক করেন। একই দিন দুই দেশের মধ্যে ২২তম দ্বিপক্ষীয় শীর্ষ সম্মেলনও অনুষ্ঠিত হয়।
মোদির দুই দিনের মস্কো সফরে দুই দেশের মধ্যে নয়টি সমঝোতা স্মারক (এমওইউ) এবং বাণিজ্য, জলবায়ু, গবেষণাসহ বিভিন্ন খাতে বেশ কটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।