যুক্তরাজ্য

জরিপে ঋষি সুনাকের চেয়ে এগিয়ে লিজ ট্রাস

ঋষি সুনাক ও লিজ ট্রাস
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের উত্তরসূরি নির্বাচনের লড়াইয়ে সাবেক অর্থমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাকের চেয়ে অনেক এগিয়ে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। ইউগভের সাম্প্রতিক জরিপে এমন তথ্যই উঠে এসেছে।

পিটিআইয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, প্রাথমিক বাছাইয়ে সবার ওপর ছিলেন ঋষি সুনাক। কিন্তু চূড়ান্ত লড়াইয়ে ইউগভের জরিপ বলছে ভিন্ন কথা। যুক্তরাজ্যের শীর্ষ ইন্টারনেটভিত্তিক জরিপকারী প্রতিষ্ঠান ইউগভ গত বুধ ও বৃহস্পতিবার কনজারভেটিভ পার্টির ৭৩০ জন রাজনীতিকের মতামত নিয়েছে। তাঁদের মধ্যে ৬২ শতাংশ লিজ ট্রাসের প্রতি তাঁদের সমর্থনের কথা জানিয়েছেন। অন্যদিকে ৩৮ শতাংশ ঋষি সুনাককে সমর্থন করেছেন। অর্থাৎ জরিপের ফলে সুনাকের তুলনায় ট্রাস ২৪ শতাংশীয় পয়েন্টে এগিয়ে আছেন। দুই দিন আগেও তাঁদের মধ্যকার এই ব্যবধান ছিল ২০ পয়েন্ট।

জরিপের তথ্য বিশ্লেষণ করে ইউগভ জানিয়েছে, পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার লড়াই যত জমে উঠছে, লিজ ট্রাসের চূড়ান্ত জয়ের সম্ভাবনা ততই বাড়ছে। কনজারভেটিভ পার্টির অনেক রাজনীতিক প্রধানমন্ত্রী পদে নিজেদের পছন্দের প্রার্থীর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি। তাই শেষ মুহূর্তে তাঁদের সমর্থন ট্রাস ও সুনাকের মধ্যে যেকোনো একজনের চূড়ান্ত জয় পেতে বড় ধরনের ভূমিকা রাখতে পারে।

যদিও কনজারভেটিভ পার্টির প্রধান হিসেবে প্রাথমিক বাছাইয়ের পাঁচটি পর্বেই সুনাক তাঁর প্রতিদ্বন্দ্বী ট্রাসের তুলনায় এগিয়ে ছিলেন। বুধবারের বাছাইয়ে ঋষি সুনাককে ভোট দিয়েছেন ১৩৭ এমপি। আর লিজ ট্রাস পান ১১৩ জনের সমর্থন।

তবে ইউগভ বলছে, প্রথম চার দফা বাছাইয়ে ট্রাস তৃতীয় অবস্থানে ছিলেন। কিন্তু বুধবারের ভোটে তিনি দ্বিতীয় অবস্থানে উঠে আসেন। তাই শেষ মুহূর্তের বাছাইয়ে ট্রাস বড় চমক দেখাতে পারেন। ট্রাস সুনাকের থেকে ব্যবধানের ফারাক ক্রমেই কমিয়ে আনছেন। হতে পারেন যুক্তরাজ্য সরকারের পরবর্তী কান্ডারি, বরিস জনসনের উত্তরসূরি।

নানা কেলেঙ্কারির কারণে চলতি মাসের শুরুতে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তাঁর পদে আসতে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সেখান থেকে চূড়ান্তভাবে টিকে যান সুনাক ও ট্রাস। দলের সদস্যদের ভোটে তাঁদের দুজনের মধ্যে একজনকে নির্বাচিত করা হবে। আগামী ৪ আগস্ট ভোটদান শুরু হবে, যা চলবে প্রায় এক মাস।