রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে যায় ইউক্রেনের একটি রেলস্টেশন। রোববার দোনেৎস্কোর কোসতিয়ানতিনভকা এলাকায়
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে যায় ইউক্রেনের একটি রেলস্টেশন। রোববার দোনেৎস্কোর কোসতিয়ানতিনভকা এলাকায়

আভদিভকা ও দোনেৎস্কের কাছে আরও সুবিধাজনক অবস্থানে রাশিয়া

ইউক্রেনের দোনেৎস্ক ও আভদিভকার কাছে নিজেদের আরও সুবিধাজনক অবস্থানে নিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এমন সময় রাশিয়া এ ঘোষণা দিল, যখন ইউক্রেনের আরও ভেতরে অভিযান চালাতে রুশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দোনেৎস্ক অঞ্চলের ক্লিশচিভকা, দিলেয়েভকা ও কুরদিউমিভকা এলাকা থেকে ইউক্রেনীয় বাহিনীকে হটাতে সক্ষম হয়েছেন রুশ সেনারা। এ ছাড়া আভদিভকা শহর ঘিরে নিজেদের সুবিধাজনক অবস্থানে নিয়েছেন তাঁরা। চলতি মাসেই রুশ বাহিনীর হাতে পতন হয় শহরটির।

রুশ মন্ত্রণালয়ের ভাষ্যমতে, আভদিভকা ঘিরে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর তৃতীয় অ্যাসাল্ট ব্রিগেড ও ১০৭তম এয়ার ডিফেন্স ব্রিগেডকে পরাজিত করেছে রুশ বাহিনী। এ এলাকায় ইউক্রনের সাতটি পাল্টা হামলাও ঠেকিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ইউক্রেন বাহিনীর ৭৭টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

আভদিভকা শহর পতনের পর ইউক্রেনের আরও ভেতরে অভিযান চালাতে রুশ সেনাদের প্রতি গত মঙ্গলবার নির্দেশ দেন পুতিন। বর্তমানে দেশটির পাঁচ ভাগের প্রায় এক ভাগ অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তাঁর দেশ থেকে রাশিয়ার সব সেনাকে সরিয়ে না নেওয়া পর্যন্ত বিশ্রাম নেবেন না তিনি।