প্রিগোশিনকে বহনকারী উড়োজাহাজের সব যাত্রীর মরদেহ উদ্ধারের কথা জানাল রাশিয়া

রাশিয়ার তিভের অঞ্চলে কুঝেঙ্কিনো গ্রামের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়
ছবি: এএফপি

রাশিয়ার মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গের দিকে যাওয়ার সময় বিধ্বস্ত হওয়া এমব্রেয়ার লিগ্যাসি জেট নামের উড়োজাহাজে থাকা ১০ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটিতে থাকা ১০ ব্যক্তির মধ্যে ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন ও তাঁর সেকেন্ড ইন কমান্ড দিমিত্রি উৎকিন ছিলেন।

ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিনের মৃত্যু নিয়ে একধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। ক্রেমলিনপন্থী রুশ সংবাদমাধ্যম সারগ্রাদ টিভি নতুন একটি তথ্য প্রকাশ করেছে।
-

সংবাদমাধ্যমটি তাদের নিজস্ব সূত্রের বরাতে বলছে, প্রিগোশিনের মৃতদেহ প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে, তবে ডিএনএ বিশ্লেষণের কাজ এখনো বাকি।

তবে আনুষ্ঠানিকভাবে রাশিয়া কিংবা অন্য কোনো পক্ষ প্রিগোশিনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেনি।

প্রিগোশিনের ভাগনার বাহিনীর টেলিগ্রাম চ্যানেল গ্রে জোন বলেছে, উড়োজাহাজটি ভূপাতিত করা হয়েছে, তবে নিজেদের দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি তারা।

পুলিশ দুর্ঘটনাস্থলটি বন্ধ করে রেখেছে। রাশিয়ার উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ বিষয়টি তদন্তে একটি বিশেষ কমিশন গঠন করেছে।

রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয় বলেছে, গতকাল বুধবার তিভের অঞ্চলে কুঝেঙ্কিনো গ্রামের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

দুই মাস আগে প্রিগোশিন বিদ্রোহ করে ভ্লাদিমির পুতিনের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেছিলেন।