ইউরোপের ইতিহাসে এবারের গ্রীষ্মকাল ছিল সবচেয়ে উষ্ণতম। এ মহাদেশটি এবারের দাবদাহ সব ধরনের রেকর্ড ভেঙেছে। এ ছাড়া শতাব্দীর সবচেয়ে খারাপ খরা দেখা গেছে এবারে। ইউরোপিয়ান কমিশনের কৃত্রিম উপগ্রহ পর্যবেক্ষক কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (সিথ্রিএস) গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে দাবদাহ ও খরা এখন আরও ঘন ঘন ও তীব্র হয়ে উঠছে।
সিথ্রিএস বলছে, ইউরোপের তাপমাত্রা গত আগস্ট মাসে সর্বোচ্চ রেকর্ড পার হয়ে যায়। এ ছাড়া জুন থেকে আগস্ট মাস ব্যাপী পুরো গ্রীষ্মকালেই সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙে গেছে। সংস্থাটির অনুযায়ী, গত বছরেই ইতিহাসের উষ্ণতম মাস হিসেবে রেকর্ড গড়েছিল আগস্ট। এ বছরের আগস্ট মাসে গত বছরের চেয়েও দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি ছিল।
সিথ্রিএসের বিজ্ঞানী ফ্রেজা ভ্যামবর্গ বলেন, ‘ইউরোপজুড়ে তীব্র দাবদাহের সঙ্গে অস্বাভাবিক শুষ্ক পরিস্থিতির ফলে গ্রীষ্মের চরম মাত্রা দেখা গেছে। এ সময় ইউরোপের বিভিন্ন অংশে তাপমাত্রা বৃদ্ধি, খরা ও দাবানলের মতো ঘটনা ঘটেছে। আমরা ইউরোপে শুধু আগস্টের তাপমাত্রা বাড়তে দেখিনি একই সঙ্গে তীব্র শুষ্ক গ্রীষ্মকাল পেয়েছি যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
আবহাওয়া পর্যবেক্ষক সংস্থাটি আরও বলেছে, বৈশ্বিক স্তর বিবেচনায় ২০২২ সালের আগস্ট মাস ছিল যুগ্মভাবে সবচেয়ে উষ্ণতম। ১৯৯১ থেকে ২০২০ সালের গড় তাপমাত্রার চেয়ে এবারের গ্রীষ্মের তাপমাত্রা দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
এদিকে এশিয়াতেও উষ্ণতম আগস্ট মাসের রেকর্ড হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি গত মঙ্গলবার জানায়, চীনের তাপমাত্রার রেকর্ড রাখার শুরুর সময় থেকে এযাবৎকালের মধ্যে সবচেয়ে উষ্ণ আগস্ট মাস দেখেছে দেশটি। গ্রীষ্মের অস্বাভাবিক প্রচণ্ড তাপপ্রবাহে আগস্ট মাসে দেশটির অনেক নদী শুকিয়ে গেছে ও শস্য ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জায়গায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে।
গত মাসে চীনের দক্ষিণাঞ্চলে যে প্রচণ্ড তাপপ্রবাহ বয়ে গেছে তাতে বিশেষজ্ঞরা বিশ্বের ইতিহাসের অন্যতম ভয়াবহ তাপপ্রবাহ বলে মন্তব্য করেছেন। এ সময় সিচুয়ান প্রদেশ ও চংকিং শহরে কয়েক দিন ধরে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা ছিল।
চীনের আবহাওয়া দপ্তরের বরাতে সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, চীনজুড়ে গত মাসে গড় তাপমাত্রা ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা দেশটির গড় তাপমাত্রার চেয়ে ১ দশমিক ২ ডিগ্রি বেশি। গত মাসে দেশটির ২৬৭টি আবহাওয়া কেন্দ্র সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড নথিভুক্ত করে। রেকর্ড অনুযায়ী, এবারের আগস্ট মাস ছিল চীনের তৃতীয় শুষ্কতম। গড় বৃষ্টির চেয়ে এবার ২৩ দশমিক ১ শতাংশ কম বৃষ্টি হয়েছে।
আবহাওয়া দপ্তরের বরাতে সিসিটিভি আরও বলেছে, এবারের আগস্ট মাসে উচ্চ তাপমাত্রার দিনগুলোয় স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা অনেক বেশি ছিল। আঞ্চলিক উচ্চ তাপমাত্রা চীনের ওপর প্রভাব ফেলছে।