বর-কনের নাচের ভিডিওটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বর-কনের নাচের ভিডিওটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

হামলার মধ্যেই বাংকারে নবদম্পতির নাচ

চলছিল বিয়ের আনুষ্ঠানিকতা। এর মধ্যেই শুরু ক্ষেপণাস্ত্র হামলা। জীবন বাঁচাতে অনুষ্ঠানে আসা অতিথিদের সঙ্গে বর-কনে আশ্রয় নেন ভূগর্ভস্থ বাংকারে। তাই বলে প্রেম-বিয়ে তো বাধা মানে না। পরে ওই যুগল বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন বাংকারেই। বিয়ের পর প্রথম নাচও সেখানেই নেচেছেন তাঁরা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এমন একটি ভিডিও অনলাইন ব্যবহারকারীদের মন ছুঁয়েছে। ভিডিওটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়ে। গত মঙ্গলবার ইসরায়েলে প্রায় দুই শ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ হামলার মধ্যে জেরুজালেমে ওই নবদম্পতি এমন ব্যতিক্রমী ঘটনাটি ঘটান।

ভিডিওতে দেখা যায়, বাংকারে হালকা আলো জ্বলছে। সেখানে আশ্রয় নিয়েছেন নবদম্পতি। বিয়ের অনুষ্ঠানে আসা অতিথিরা তাঁদের ঘিরে রেখেছেন। বিয়ের পোশাক পরা যুগল গানের তালে তালে একে অপরের হাত ধরে আলতো করে দুলছেন। আর এক অতিথির মুঠোফোনে বাজানো হচ্ছে গান।

জেরুজালেমের নটর ডেম হোটেলের কাছে অবস্থিত একটি বাংকারে এ মুহূর্ত ক্যামেরায় ধারণ করা হয়েছে। নটর ডেম জেরুজালেমের সবচেয়ে বড় হোটেলগুলোর একটি। নাচের ভিডিওটি প্রথম এক্সে পোস্ট করেন লেখক সাউল সাদকা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিয়ের অনুষ্ঠানটির আনন্দ মুহূর্তের জন্যও থামিয়ে দিতে পারেনি ইরান।’ পোস্টের সঙ্গে হার্টের একটি ইমোজি দিয়েছেন সাউল।

ইসরায়েল-হিজবুল্লাহ উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যে গত মঙ্গলবার রাতে দেশটিতে ওই হামলা চালায় ইরান। এ সময় প্রাণভয়ে জেরুজালেম, তেল আবিবসহ বড় শহরগুলোতে কয়েক লাখ ইসরায়েলি বাংকারে আশ্রয় নেন। হামলায় দুই ইসরায়েলি আহত হন। আর ইসরায়েলের প্রতিহত করা একটি ক্ষেপণাস্ত্রের অংশবিশেষের আঘাতে পশ্চিম তীরে এক ফিলিস্তিনি নিহত হন।