কিয়েভসহ ইউক্রেনজুড়ে রাশিয়ার জোরালো হামলা

রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে আকাশপথে জোরালো হামলা চালিয়েছে রাশিয়া
ছবি: রয়টার্স

রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে আকাশপথে জোরালো হামলা চালিয়েছে রাশিয়া। বিজয় দিবসের ছুটির প্রাক্কালে দেশটিতে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালানো হয়েছে। আজ সোমবার ইউক্রেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

প্রতিবছর ৯ মে বিজয় দিবস উদ্‌যাপন করে ইউক্রেনসহ ইউরোপের অনেক দেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত বাহিনীর কাছে নাৎসি জার্মানির পরাজয়ের স্মরণে দিবসটি উদ্‌যাপন করা হয়। থাকে সরকারি ছুটি। এবার এই দিবসের আগে ইউক্রেনজুড়ে জোরালো হামলা চালাল রাশিয়া।

আজ ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের পক্ষ থেকে দেওয়া হালনাগাদ তথ্যে বলা হয়েছে, দেশটির খারকিভ, খেরসন, মাইকোলাইভ ও ওদেসা অঞ্চলে ১৬টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ ছাড়া ইউক্রেনের জনবহুল এলাকাগুলোয় ৬১টি বিমান হামলার ঘটনা ঘটেছে। ছোড়া হয়েছে ৫২টি রকেট।

এ ছাড়া হামলায় ব্যবহার করা হয়েছে ইরানে তৈরি অন্তত ৩৫টি রুশ ড্রোন। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, এসব ড্রোনের সব কটি ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

রাজধানী কিয়েভের মেয়র জানিয়েছেন, রুশ হামলায় কিয়েভে জ্বালানি সংরক্ষণাগার, গাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন অন্তত পাঁচজন।

রুশ হামলায় কৃষ্ণসাগরের তীরবর্তী ওদেসায় একটি খাদ্যগুদামে আগুন লেগে যাওয়ার খবর পাওয়া গেছে।

তবে রয়টার্সের পক্ষ থেকে এসব খবর স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে ইউক্রেনের অভিযোগ, বাখমুত শহরে রাশিয়া ফসফরাস–বোমা ব্যবহার করে হামলা চালাচ্ছে। দেশটির সেনাবাহিনীর প্রকাশ করা ড্রোন ফুটেজে দেখা গেছে, বাখমুত জ্বলছে। দেখে ধারণা করা হচ্ছে, ওপর থেকে সাদা ফসফরাস ছোড়া হয়েছে।

সাদা ফসফরাস হলো মোমের মতো একটি পদার্থ, যা ৮০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পোড়ে এবং অক্সিজেনের সংস্পর্শে এলে জ্বলে ওঠে। এটি উজ্জ্বল সাদা ধোঁয়ার কুণ্ডলী তৈরি করে।