রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

পুতিনের সঙ্গে শলৎজের আলোচনায় ক্ষুব্ধ জেলেনস্কি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজের ফোনালাপের ঘটনায় ক্ষুব্ধ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।  পুতিনের সঙ্গে শলৎজের ফোনালাপের সমালোচনা করে জেলেনস্কি  বলেন, এ আলাপ করে শলৎজ মূলত ‘প্যান্ডোরার বাক্স’ খুলে দিলেন।  গ্রিক পুরাণের ‘প্যান্ডোরার বাক্স’ কথাটিকে তিনি রূপক অর্থে ব্যবহার করেছেন। এর অর্থ শলৎজ বড় সমস্যা বা জটিলতা তৈরির পথে হেঁটেছেন।

জেলেনস্কি অভিযোগ করে বলেন, রাশিয়াকে একঘরে করে রাখার যে চেষ্টা চলছিল, এ ফোনালাপের মাধ্যমে তা নষ্ট হয়ে গেল। এটাই পুতিন দীর্ঘদিন ধরে চাইছিলেন।

প্রায় দুই বছর পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ। গত শুক্রবার দুজনের মধ্যে ‘এক ঘণ্টা’ কথা হয়। এর আগে সর্বশেষ ২০২২ সালের ডিসেম্বর মাসে কথা হয়েছিল পুতিন ও শলৎজের। সে বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। এর ফলে মস্কোর ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। তখন থেকে সামরিক জোট ন্যাটোর সদস্যসহ বেশির ভাগ পশ্চিমা দেশের নেতাদের সঙ্গে কথা বলেননি পুতিন।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর দুই বছরের বেশি সময়ে শুধু ন্যাটোর দুই সদস্যদেশের প্রধানের সঙ্গে কথা হয়েছে পুতিনের। তাঁদের একজন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। রাশিয়াকে নিয়ে পশ্চিমাদের নীতির বড় সমালোচক তিনি। অপরজন হলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

জার্মানির পক্ষ থেকে বলা হয়েছে, ফোনকলে শলৎজ পুতিনকে ইউক্রেন থেকে তার বাহিনী প্রত্যাহার করতে এবং কিয়েভের সঙ্গে আলোচনা শুরু করার আহ্বান জানান। ক্রেমলিন জানিয়েছে, বার্লিনের অনুরোধে এ আলোচনা হয়েছে। পুতিনের পক্ষ থেকে শলৎজকে বলা হয়েছে, যুদ্ধের অবসানে যেকোনো চুক্তিকে রাশিয়ার নিরাপত্তা স্বার্থকে বিবেচনায় রাখতে হবে এবং নতুন আঞ্চলিক বাস্তবতা প্রতিফলিত হতে হবে।

জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ

এদিকে আজ শনিবার জেলেনস্কি এক সাক্ষাৎকারে বলেছেন কূটনৈতিক প্রচেষ্টায় আগামী বছর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হতে পারে। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার সব প্রচেষ্টা চালাবে তাঁর দেশ। জেলেনস্কি এ সময় স্বীকার করেন, পূর্ব ইউক্রেনে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি কঠিন এবং রাশিয়া সেখানে অগ্রসর হচ্ছে। তিনি অভিযোগ করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি চুক্তিতে আগ্রহ দেখাচ্ছেন না।

জেলেনস্কি আরও বলেন, আগামী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগে আইনি বাধার কারণে তিনি সাক্ষাৎ করতে পারছেন না। তিনি কোনো উপদেষ্টার পরিবর্তে নিজে ট্রাম্পের সঙ্গে কথা বলবেন।

এর আগে গত শুক্রবার এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আগামী বছর দায়িত্ব নেওয়ার পর আগের ধারণার চেয়ে দ্রুত ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান হবে। ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়া ট্রাম্প আগামী জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ট্রাম্পের সঙ্গে টেলিফোনে ‘গঠনমূলক আলোচনা’ হয়েছে বলে উল্লেখ করেন জেলেনস্কি। আলাপের বিষয়বস্তু প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের অবস্থানের বিরুদ্ধে যায়, এমন কোনো কথা আমি শুনিনি।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এ যুদ্ধে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলার সহায়তা দেওয়া নিয়ে ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচার-প্রচারণায় সমালোচনা করতেন। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে তিনি ‘সংঘাতের সমাধান’ করবেন। তবে কীভাবে তা করবেন, এ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।

গত শুক্রবার ফ্লোরিডার পাম বিচে মার-এ-লাগো রিসোর্টে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমরা রাশিয়া ও ইউক্রেনের বিষয়ে নিবিষ্টভাবে কাজ করব। অবশ্যই এর অবসান হতে হবে।’

ইউক্রেনের আশঙ্কা, চলমান যুদ্ধে মার্কিন সহায়তা বন্ধ হয়ে যেতে পারে অথবা তাদের রাশিয়াকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে বাধ্য করা হবে।