আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)

আন্তর্জাতিক অপরাধ আদালতের অস্তিত্ব বিপদের মধ্যে রয়েছে: প্রেসিডেন্ট

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ‘অস্তিত্ব বিপদের মধ্যে রয়েছে’ বলে মন্তব্য করেছেন আদালতটির প্রেসিডেন্ট তোমোকো আকানে। এই বিচারক বলেছেন, আদালতটির ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নিষেধাজ্ঞা এবং আদালতের সদস্যদের বিরুদ্ধে রাশিয়ার গ্রেপ্তারি পরোয়ানার জেরে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

আজ সোমবার নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে আইসিসির ১২৪ সদস্যের বার্ষিক সম্মেলনে তোমোকো আকানে এসব কথা বলেন। বক্তব্যে তিনি সরাসরি রাশিয়া বা যুক্তরাষ্ট্রের নাম নেননি। তবে দেশগুলোকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য বলে উল্লেখ করেছেন।

সম্মেলনের শুরুতে বক্তব্য দেন আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান। তিনি বলেন, ‘যেকোনো হিসাবে যেকোনো মানদণ্ডে এটা স্পষ্ট যে গুরুত্বপূর্ণ একটি সময়ে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। আমরা নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে রয়েছি।’

ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আইসিসি। এর দুই মাস পর করিম খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে মস্কো। এ ছাড়া গত জুনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে আইসিসিকে নিষেধাজ্ঞা দেওয়ার একটি প্রস্তাব পাস হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য করিম খানের অনুরোধের পরই এই প্রস্তাব পাস করা হয়।