রাশিয়ার কারাগারে নিহত বিরোধীনেতা অ্যালেক্সি নাভালনির মা লিউডমিলা নাভালনায়া জানিয়েছেন, তাঁকে তাঁর ছেলে নাভালনির মরদেহ দেখতে দিয়েছে রুশ কর্তৃপক্ষ।
সেই সঙ্গে ছেলে হারানো মা লিউডমিলা অভিযোগ করেছেন, গোপনে ছেলের শেষকৃত্য করার অনুমতি দেওয়ার জন্য তাঁকে রুশ কর্তৃপক্ষ চাপ দিচ্ছে।
এক ভিডিও বার্তায় লিউডমিলা জানান, তাঁকে একটি মর্গে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে নাভালনির মরদেহ দেখতে দেওয়া হয় তাঁকে। এ সময় নাভালনির মৃত্যু সনদেও সই নেওয়া হয় লিউডমিলার।
এদিকে অ্যালেক্সি নাভালনির রাজনৈতিক সচিব জানিয়েছেন, ওই সনদে নাভালনির স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
যদিও নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া অভিযোগ করেছেন, তাঁর স্বামীর মৃত্যুর পেছনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জড়িত। রুশ কর্তৃপক্ষ তাঁকে হত্যা করেছে।
৪৭ বছর বয়সী নাভালনি গত ১৬ ফেব্রুয়ারি আর্কটিক অঞ্চলের একটি কারাগারে মারা যান। তিন বছরের বেশি সময় ধরে কারাগারে আটক ছিলেন তিনি।
নাভালনির আকস্মিক মৃত্যুর ঘটনা তাঁর সমর্থক ও পশ্চিমা নেতাদের মধ্যে ক্ষোভ ও নিন্দার জন্ম দিয়েছে।