বড়দিন সমাগত। চারদিকে সাজ সাজ রব। বাড়িঘর, দোকানপাট, হোটেল—প্রায় সব জায়গায় ক্রিসমাস ট্রি বা বড়দিনের গাছ নানাভাবে সাজানো হয়েছে। সবচেয়ে বেশি ক্রিসমাস ট্রি সাজিয়ে আগের বিশ্ব রেকর্ড ভাঙার উদ্যোগ নিয়েছেন যুক্তরাজ্যের জার্সি দ্বীপের এক বাসিন্দা। তিনি একসঙ্গে ৮০০-এর বেশি পুনর্ব্যবহারযোগ্য ক্রিসমাস ট্রি সাজিয়েছেন।
বিনো রদ্রিগেস নামের ওই ব্যক্তি দ্বীপের হাওয়ার্ড ডেভিস পার্কে ক্রিসমাস ট্রি দিয়ে গোলকধাঁধা তৈরি করেছেন।
বিনো বলেন, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসন কাউন্টিতে ৭৯৭টির বেশি বড়দিনের গাছ দিয়ে গোলকধাঁধা তৈরি করা হয়েছিল। সেটাই এখন পর্যন্ত সবচেয়ে বেশি বড়দিনের গাছ দিয়ে গোলকধাঁধা তৈরির রেকর্ড। এখন তিনি সেই রেকর্ড ভাঙার অপেক্ষায় আছেন।
বিনো বলেন, তিনি যা পরিকল্পনা করেছিলেন, সেই তুলনায় অভিজ্ঞতা অনেক বড়।
বিনো বলেন, ‘আমরা কয়েক মাস ধরে পরিকল্পনা করছিলাম। এক রাতে আমি ও আমার দল ভেতরে আটকা পড়ি। তখন প্রোডাকশন দলের একজন আমাকে বলছিলেন, তুমি জানো, তুমি প্রায় বিশ্ব রেকর্ডের কাছাকাছি।’
দলের সদস্য বলছিলেন, ‘৭৯৭টি গাছ দিয়ে যুক্তরাষ্ট্রে বিশ্ব রেকর্ড হয়েছিল...এবং আমরা ওই রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে গেছি।’
বিনো বলেন, ‘এরপর আমরা যা করেছি, তা হলো যারা বড়দিনের গাছ আমদানি করে এমন কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানের কাছে গেলাম এবং বললাম তোমাদের যা মজুত রয়ে গেছে, আমরা নেব। ইতিমধ্যে আমরা যা করেছিলাম, এগুলো তার সঙ্গে যুক্ত করায় সংখ্যাটা বেড়ে গেল।’
জার্সির এই বাসিন্দা বলেন, এর মধ্যে কিছু গাছ যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠান থেকে কেনা হয়েছে। এসব গাছ বাজারে বিক্রির অনুপযুক্ত মনে করা হয়েছিল। এগুলো কেটে ফেলার জন্য রাখা হয়েছিল। কিন্তু গাছগুলো তখনো অনেক সতেজ ও সুন্দর ছিল।