ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক হিসাব পাওয়া যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ইউক্রেনের স্বাস্থ্য অবকাঠামো লক্ষ্য করে ছয় শর বেশি হামলা চালানো হয়েছে। তবে এরপরও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এই হামলা নিয়ে তাঁর কোনো অনুশোচনা নেই।
শুক্রবার কাজাখস্তানে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে পুতিন বলেন, ‘আমার কোনো অনুশোচনা নেই। আমি এটা পরিষ্কার বলতে চাই, সেখানে এখন যা ঘটছে, তা অপ্রীতিকর।’ ইউক্রেনে যে অভিযান চালানো হয়েছে তা সঠিক ও সময়মতো চালানো হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণের পর রাশিয়া ও ইউরোপ একে অন্যে ওপর দোষ চাপিয়েছিল। এ নিয়ে তদন্তও শুরু করেছে ইউরোপ। নর্ড স্ট্রিম-২ পাইপলাইন ব্যবহার করে জার্মানি হয়ে ইউরোপে গ্যাস সরবরাহের প্রস্তাব দিয়েছেন পুতিন। অবশ্য বার্লিন তা নাকচ করে দিয়েছে। এ প্রসঙ্গে পুতিন বলেন, ন্যাটোকে গুরুত্ব দিয়ে জার্মানি ভুল করছে।
এশিয়ার বেশকিছু দেশের নেতারা কাজাখস্তানে একটি সম্মেলনে যোগ দিয়েছিলেন। ‘কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়া’ শীর্ষক এই সম্মেলনে যোগ দিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও।
শুক্রবার সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেন পুতিন। ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনায় বসবেন কি না, এই প্রশ্নের জবাবে পুতিন বলেন, ‘এই বিষয়ে তাঁকে (বাইডেন) জিজ্ঞেস করা উচিত যে তিনি আমার সঙ্গে আলোচনায় বসতে চান কি না। বাইডেনের সঙ্গে এখন কোনো সমঝোতার কারণ আমি দেখি না, যতক্ষণ পর্যন্ত এ জন্য একটি প্ল্যাটফর্ম গঠন করা হয়।’