ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবন। কাজান, রাশিয়া, ২১ ডিসেম্বর
ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবন। কাজান, রাশিয়া, ২১ ডিসেম্বর

এক হাজার কিলোমিটার দূরের রুশ শহরে হামলা ইউক্রেনের

সীমান্ত থেকে এক হাজার কিলোমিটার দূরে রাশিয়ার একটি শহরে বড় পরিসরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। আজ শনিবার সকালে দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় শহর কাজানে হামলার এ ঘটনা ঘটে।

স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তাতারাস্তান প্রজাতন্ত্রের রাজধানী কাজানে এ ড্রোন হামলায় আবাসিকসহ বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দফায় দফায় এ হামলায় প্রাণহানির ঘটনা ঘটেনি।

রাশিয়ার বেসামরিক বিমান পরিবহন সংস্থা রোসাভিয়াতসিয়া জানিয়েছে, ড্রোন হামলার পর কাজান বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শনিবার সকাল পৌনে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত তিন দফায় কাজানের বিভিন্ন স্থানে ড্রোন হামলা চালানো হয়। কাজানের মেয়র বলেছেন, হামলার পর শহরে সব ধরনের বড় আয়োজন বাতিল করা হয়েছে।

ইউক্রেনের একের পর এক ড্রোন হামলার পর ১৩ লাখ বাসিন্দার শহরটি থেকে অনেককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ঠিক কত বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে, তা জানায়নি কর্তৃপক্ষ।

তাতারস্তানের নেতা রুস্তম মিন্নিখানভ বলেন, কাজান বড় ধরনের ড্রোন হামলার শিকার হয়েছে। অতীতে শিল্পাঞ্চলে হামলার ঘটনা ঘটলেও শত্রুপক্ষ এখন বেসামরিক মানুষের ওপর হামলা চালাচ্ছে।

রুশ হামলায় কিয়েভে ৬ দূতাবাস ক্ষতিগ্রস্ত

গতকাল শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ছয়টি বিদেশি দূতাবাস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল সকালে রাশিয়া দফায় দফায় হামলা চালিয়েছে কিয়েভে। একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিয়েভের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় কিয়েভে অবস্থিত আলবেনিয়া, আর্জেন্টিনা, উত্তর মেসিডোনিয়া, ফিলিস্তিন, পর্তুগাল ও মন্টেনিগ্রোর কূটনৈতিক মিশন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন শেষ মূহূর্তে ইউক্রেনের জন্য নতুন করে ১২০ কোটি মার্কিন ডলার সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে। আগামী ২০ জানুয়ারি বাইডেন বিদায় নেওয়ার আগেই এই অর্থ ইউক্রেনকে দেওয়া হবে বলে সূত্রের বরাতে জানিয়েছে রয়টার্স। উল্লেখ্য, বাইডেন প্রশাসনের অধীনে এ নিয়ে ইউক্রেনে ৬০ বিলিয়ন ডলারের বেশি সহায়তা দেওয়া হচ্ছে।