খেরসনে বাঁধ উড়িয়ে দিয়েছে রাশিয়া, কয়েকটি এলাকা প্লাবিত: ইউক্রেন

৫ জুনে নেওয়া বাঁধটির স্যাটেলাইট ছবি
ছবি: রয়টার্স

ইউক্রেনের খেরসনে গুরুত্বপূর্ণ একটি বাঁধ রাশিয়ার সেনাবাহিনী উড়িয়ে দিয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী এমন দাবি করেছে।

খেরসন সেনাবাহিনীর আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেকজান্দার প্রোকুদিন বলেছেন, বাঁধটি ধ্বংস হওয়ায় ওই অঞ্চলের আটটি এলাকা প্লাবিত হয়েছে। সেখানে আরও এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বন্যায় ১৬ হাজার মানুষ প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছেন বলেন তিনি।

সেনাবাহিনী বলছে, দিনিপ্রো নদীতে  কাখোভকা হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে ক্ষয়ক্ষতির মাত্রা দেখা হচ্ছে।

রাশিয়ার নিযুক্ত স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, নোভা কাখোভকা শহরের কাখোভকা প্ল্যান্টটির  ওপরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁধের কোনো ক্ষতি হয়নি বলে তিনি দাবি করেন।

এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন। কাখোভকায় হামলা নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে।