রাজা তৃতীয় চার্লসের ভাষণ

উইলিয়ামকে দিলেন দায়িত্ব, হ্যারিকে জানালেন ভালোবাসা

শুক্রবার রাজা হিসেবে প্রথমবারের মতো ভাষণ দেন চার্লস
ছবি: এএফপি

ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস প্রথমবারের মতো শোকাহত দেশবাসী ও কমনওয়েলথের উদ্দেশে ভাষণ দিয়েছেন। তাঁর মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর এক দিন পর গতকাল শুক্রবার ভাষণ দেন তিনি। খবর এএফপির।

ভাষণে বড় ছেলে প্রিন্স উইলিয়ামকে প্রিন্স অব ওয়েলস ঘোষণা করেন চার্লস। বলেন, উইলিয়ামকে প্রিন্স অব ওয়েলস হিসেবে দায়িত্ব দিতে পেরে তিনি গর্ববোধ করছেন।
রাজপদবি ত্যাগ করে বিদেশে বসবাস করছেন ছোট ছেলে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান। তাঁদের প্রতিও ভালোবাসা জানিয়েছেন চার্লস।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তাঁর বড় ছেলে ৭৩ বছর বয়সী চার্লস প্রথা অনুসারে নতুন রাজা হন। গতকাল রাজা হিসেবে তিনি প্রথম ভাষণ দেন। গতকাল দুপুরে বাকিংহাম প্যালেসের ব্লু ড্রয়িংরুমে তাঁর ভাষণ রেকর্ড করা হয়। যুক্তরাজ্যের টেলিভিশনে সন্ধ্যা ছয়টার দিকে তা প্রচারিত হয়।

ভাষণে চার্লস বলেন, ‘অত্যন্ত দুঃখভারাক্রান্ত হৃদয়ে আমি আপনার সঙ্গে কথা বলছি। জীবনভর আমার মা মহামান্য রানি আমি ও পরিবারের সব সদস্যের জন্য অনুপ্রেরণার এবং অনুকরণীয় হয়ে ছিলেন। অন্য যেকোনো পরিবারের মতো আমরাও মায়ের ভালোবাসা, স্নেহ, দিকনির্দেশনা, বোঝাপড়া এবং অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞ থাকব।’

রানির অভিষেকের সময়ের কথা উল্লেখ করে চার্লস বলেন, ‘সিংহাসনে রানির এমন সময় অভিষেক হয়েছিল, যখন কিনা বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতি ও দুর্দশা কাটিয়ে ওঠার চেষ্টা করছিল। তখনো মানুষ প্রাচীন রীতিনীতিতে চলত। ৭০ বছর ধরে আমরা দেখেছি, আমাদের সমাজ বহুসংস্কৃতি ও বিশ্বাসের এক মেলবন্ধনে পরিণত হয়েছে।’

সাংবিধানিক রীতিনীতি বজায় রাখার অঙ্গীকার করে চার্লস বলেন, ‘রানি যেভাবে অবিচল একনিষ্ঠতা দেখিয়েছেন, আমিও এখন দৃঢ়ভাবে অঙ্গীকার করছি, ঈশ্বরের কৃপায় যত দিন বেঁচে থাকব, তত দিন আমাদের দেশের সাংবিধানিক রীতিনীতি বজায় রাখব।’

নতুন দায়িত্ব নেওয়ার পর নিজের জীবনেও পরিবর্তন আসবে বলে উল্লেখ করেন রাজা চার্লস। তিনি বলেন, দাতব্য সংস্থাসহ যেসব ক্ষেত্রকে আমি গুরুত্ব দিয়ে বিবেচনা করে থাকি, সেগুলোয় এখন আর আগের মতো অত সময় ও শ্রম দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না।’ গুরুত্বপূর্ণ এসব কাজ অন্য বিশ্বস্ত মানুষের হাত দিয়ে পরিচালিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পাশ থেকে সহযোগিতা করে যাওয়ার জন্য স্ত্রী ক্যামিলার প্রতিও কৃতজ্ঞতা জানান চার্লস। নিজের জনসেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে বিয়ের ১৭ বছর পর ক্যামিলা কুইন কনসার্ট হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে যাঁরা শোক জানিয়েছেন ও সাহস জুগিয়েছেন, তাঁদের সবার প্রতি পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন নতুন ব্রিটিশ রাজা।

ভাষণের শেষে মা রানি দ্বিতীয় এলিজাবেথকে ‘ডার্লিং মামা’ হিসেবে উল্লেখ করেন চার্লস। তিনি বলেন, ‘আমার প্রিয় মাকে বলছি, আপনি আমার প্রয়াত বাবার সঙ্গে যোগ দিতে অন্তিম যাত্রা শুরু করেছেন। আমি শুধু বলতে চাই, আপনাকে ধন্যবাদ। এত বছর ধরে প্রেম ও নিষ্ঠার সঙ্গে আমাদের পরিবার ও দেশবাসীকে সযত্নে আগলে রাখায় আপনার প্রতি কৃতজ্ঞতা।’