ভাগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোশিনের মৃত্যুর বিষয়ে একেবারেই নীরব রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গতকাল রাতে প্রিগোশিনকে বহনকারী এমব্রেয়ার লিগ্যাসি জেট বিধ্বস্ত হওয়া ও সেখানে প্রিগোশিন থাকার খবর প্রকাশের কিছুক্ষণ পরেই পুতিন একটি অনুষ্ঠানে যোগ দেন। কুরস্ক অঞ্চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বার্ষিকী উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান চলাকালে তিনি ইউক্রেনে বিশেষ সেনা অভিযানে নিহত রুশ সেনাদের প্রতি শ্রদ্ধা জানান।
তবে ওই অনুষ্ঠানে ভাগনার বা প্রিগোশিনকে নিয়ে কোনো মন্তব্য করেননি পুতিন। উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার নিয়েও কোনো কথা বলেননি তিনি।
উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনা নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি না আসা পর্যন্ত পুতিন অপেক্ষা করছেন বলে ধারণা করা হয়।
বড় ধরনের ঘটনার পরে ক্রেমলিনের এই নেতা ‘পরিস্থিতি দেখুন এবং অপেক্ষা করুন’ নীতিতে চলেন। তিনি খুব কমই প্রতিক্রিয়া দেখান।
বিধ্বস্ত হওয়া উড়োজাহাজের সব যাত্রীর মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা সেবা। তবে সেখানে প্রিগোশিনের মরদেহ রয়েছে কি না, তা জানায়নি ক্রেমলিন।
রাশিয়ার তদন্ত কমিটি বলেছে, উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় ফৌজদারি মামলা করা হয়েছে। ওই কমিটির মুখপাত্র স্ভেতলানা পেত্রেঙ্কো এসব কথা জানিয়েছেন। তিনি বলেছেন, দুর্ঘটনাস্থলে তদন্ত কমিটি পাঠানো হয়েছে। সব ধরনের প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন তিনি।