যুক্তরাজ্যে মাত্র ৪৫ দিনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস। প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গেলেও দেশটির আইন অনুসারে আজীবন বছরে ১ লাখ ১৫ হাজার পাউন্ড ভাতা পাবেন ট্রাস। তবে বিরোধীরা বলছেন, মন্দার এই সময়ে ট্রাসের এই ভাতা না নেওয়া উচিত। কারণ, তিনি দেশের জন্য কেবল বিপর্যয়ই বয়ে এনেছেন। খবর সিএনএনের।
গত বৃহস্পতিবার পদত্যাগ করার ঘোষণা দেন ট্রাস। তিনি ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে ক্ষণস্থায়ী প্রধানমন্ত্রী। ক্ষমতায় থাকাকালে ট্রাস ব্যর্থ অর্থনৈতিক পরিকল্পনার জন্য সমালোচিত হন। তাঁকে সামলাতে হয় বিভাজিত ক্ষমতাসীন দলকে।
ক্ষমতা থেকে সরে গেলেও যুক্তরাজ্যের পাবলিক ডিউটি কস্টস অ্যালাউন্স (পিডিসিএ) এর অধীনে ট্রাস বিশেষ ভাতা পাবেন। ১৯৯০ সালে ব্রিটিশ সরকার প্রবর্তিত আইন অনুসারে দেশটির সাবেক প্রধানমন্ত্রীদের জীবনযাত্রার জন্য ভাতা বরাদ্দ করা হয়। সাবেক প্রধানমন্ত্রীদের কার্যালয়, সাচিবিক খরচ ও জনসাধারণের প্রতি দায়িত্বপালনের জন্য এই ভাতা দেওয়া হয়।
যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইট বলছে, জনসাধারণের প্রতি দায়িত্বপালনের প্রকৃত মূল্য শোধ করতেই এই ভাতা দেওয়া হয়।
সব সাবেক প্রধানমন্ত্রীরাই পিডিসিএ-এর অধীনে এই ভাতা তুলতে পারেন। ২০১১ সাল থেকে বছরে ১ লাখ ১৫ হাজার পাউন্ড ভাতা দেওয়ার নিয়ম করা হয় পিডিসিএ–এর অধীনে। ক্ষমতাসীন প্রধানমন্ত্রী প্রতিবছর এটি পর্যালোচনা করেন।
মন্ত্রিসভার কার্যালয়ের ২০২০-২১ এর বার্ষিক প্রতিবেদন ও অ্যাকাউন্টের তথ্য বলছে, ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে, ডেভিড ক্যামেরন, গর্ডন ব্রাউন, টনি ব্লেয়ার ও জন মেজরকে এই ভাতা দেওয়া হয়েছে।
পূর্বসূরিদের ভাতা দেওয়া হলেও ক্ষণস্থায়ী প্রধানমন্ত্রী ট্রাসকে এই ভাতা দেওয়ার বিপক্ষে বিরোধী রাজনৈতিক নেতা ও শ্রমিক ইউনিয়নগুলো। যুক্তরাজ্যে ৪০ বছরের মধ্যে এবার সবচেয়ে বেশি মন্দা দেখা দিয়েছে। জ্বালানির দামও বেশি। এই পরিস্থিতিতে ট্রাসকে এই বার্ষিক ভাতা না নিতে আহ্বান জানিয়েছেন তাঁরা।
ট্রাসের বিশেষ ভাতা বরাদ্দের বিষয়ে জানতে চাইলে বিরোধী লেবার পার্টির নেতা কেয়ার স্টার্মার বলেছেন, ট্রাসের উচিত, এটা না নেওয়া। যুক্তরাজ্যের আইটিভি চ্যানেলের গুড মর্নি ব্রিটেন অনুষ্ঠানে শুক্রবার স্টার্মার বলেন, তিনি (ট্রাস) মাত্র ৪৪ দিন দায়িত্বপালন করেছেন।
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের মিত্ররাও বলছেন, ট্রাসের এই ভাতা না নেওয়া উচিত।
একজন টুইটে বলেছেন, যখন মানুষ দৈনন্দিন খরচার বিল পরিশোধের জন্য যুদ্ধ করছে, আলো জ্বালিয়ে রাখতে হিমশিম খাচ্ছে, তখন ট্রাস সারা জীবন বছরে ১ লাখ ১৫ হাজার পাউন্ড ভাতা পাবেন। জনগণের করের অর্থ থেকেই এই ভাতা দেওয়া হবে।
৬ সপ্তাহের জন্য ক্ষমতায় থেকে বিপর্যয় ডেকে আনা এক প্রধানমন্ত্রীকে এই ভাতা না দেওয়া উচিত, বলেছেন ওই টুইটার ব্যবহারকারী।
ট্রাস এই ভাতা নেবেন কি না, সে ব্যাপারে জানতে চাইলে সিএনএনকে কিছু বলেনি ডাউনিং স্ট্রিট।