আগামী কয়েক দিনের মধ্যে প্রথম চালানে ইউক্রেনকে চারটি অত্যাধুনিক আইআরআইএসটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করবে জার্মানি। ড্রোন হামলা ঠেকাতে এই আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেওয়া হচ্ছে। গত শনিবার অঘোষিত সফরে ওদেসা পরিদর্শনের সময় জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনে লামব্রেশট এসব কথা জানান। খবর রয়টার্সের।
যখন ইউক্রেনের বন্দরনগরী ওদেসায় বিমান হামলার সাইরেন বাজছে, তখন আন্ডারগ্রাউন্ড বাংকারে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভের সঙ্গে আলাপ করছিলেন লামব্রেশট। পরে এই বৈঠকের জন্য পার্শ্ববর্তী মলদোভায় সফর দীর্ঘায়িত করেন তিনি।
এআরডি টেলিভিশনকে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘অল্প কিছুদিনের মধ্যেই আমরা অত্যাধুনিক আইআরআইএসটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করব। বিশেষ করে ড্রোন হামলা থেকে সুরক্ষার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।’
ইউক্রেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের তৈরি কামিকাজে (আত্মঘাতী) ড্রোনের ব্যাপক হামলার মুখে পড়েছে। এতে প্রাণহানির পাশাপাশি অবকাঠামোর মারাত্মক ক্ষয়ক্ষতি হচ্ছে।
ইউক্রেনকে আইআরআইএসটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের বিষয়টি জার্মানি বিবেচনা করছে বলে মে মাসে জানা যায়। এর প্রতিটি ইউনিটের দাম ১৫ কোটি ইউরো।
বর্তমানে জার্মান সশস্ত্র বাহিনীর নিজেদের কাছেও এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। এই ব্যবস্থাকে বিশ্বের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থার একটি মনে করা হয়।
অত্যাধুনিক ট্যাংকসহ আক্রমণ চালাতে ব্যবহার করা হয় এমন অস্ত্র দিয়ে ইউক্রেনকে সহযোগিতা করতে জার্মানির ওপর চাপ বাড়ছে। কিয়েভ বলছে, রুশ বাহিনীর বিরুদ্ধে লড়তে তাদের এসব অস্ত্র প্রয়োজন।
তবে জার্মানি এখন পর্যন্ত এ ধরনের আহ্বানে সাড়া দেয়নি। বার্লিনের যুক্তি, এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হবে। তারা আরও বলছে, ওয়ারশ চুক্তির সদস্যভুক্ত দেশগুলোর কাছে থাকা সোভিয়েত আমলের পুরোনো ট্যাংক ছাড়া এখন পর্যন্ত কোনো দেশ ইউক্রেনকে বেশি আধুনিক ট্যাংক সরবরাহ করেনি।