ইউক্রেনে যুদ্ধের গতি ধীর হচ্ছে। শীতের কয়েক মাস যুদ্ধের এমন গতি থাকবে। মার্কিন গোয়েন্দা সংস্থা এমনটাই মনে করে। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার পরিচালক এভ্রিল হেইনেস বলেছেন, ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধ যে কমে আসছে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তিনি বলেন, আগামী বসন্তকালে যেকোনো প্রতিরোধের জন্য দুই পক্ষই পুনর্গঠিত হচ্ছে। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলার প্রেক্ষিতে এমন কথা বলেন হেইনেস।
ইউক্রেন যুদ্ধ এখন নয় মাসে গড়িয়েছে। রাশিয়া অধিগ্রহণ করা ভূমির অর্ধেকেরও বেশি হারিয়েছে।
ক্যালিফোর্নিয়ায় প্রতিরক্ষা বিষয়ক এক ফোরামে হেইনেস বলেন, ইউক্রেনের পূর্বাঞ্চলে বাখমুত ও দোনেৎস্ক অঞ্চলে বেশির ভাগ সংঘর্ষ হয়েছে। তিনি আরও বলেন, গত মাসে খেরসন এলাকা থেকে রাশিয়া সেনা প্রত্যাহার করার পরে যুদ্ধের গতি কমে গেছে।
মার্কিন গোয়েন্দা সংস্থার পরিচালক হেইনেস আরও বলেন, ‘আমরা ইতিমধ্যে রাশিয়া ও ইউক্রেন সংঘাতের ধীর গতি দেখতে পাচ্ছি। আমরা আশা করি আগামী মাসগুলোতেও এই ধারা দেখতে পাব।’
মার্কিন এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, ইউক্রেন ও রাশিয়ার বাহিনী শীতকালের পর পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে রুশ বাহিনীর এ ব্যাপারে কতটা অগ্রগতি হয়েছে তা নিয়ে যুক্তরাষ্ট্রের সংশয় রয়েছে।
হেইনেস আরও বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থা মনে করছে নিজের সামরিক বাহিনী নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্পষ্ট ধারণা নেই। তিনি বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থা রুশ বাহিনীতে গোলাবারুদ, মনোবল, রসদ ও অস্ত্রশস্ত্র সরবরাহে ঘাটতি দেখছে।
গত শুক্রবার রাশিয়ার জ্বালানি তেলের দাম বেঁধে দেয় পশ্চিমা দেশগুলো।ইউক্রেনের মিত্র পশ্চিমা দেশগুলো বলেছে, সমুদ্রপথে আমদানি করা রাশিয়ার তেল প্রতি ব্যারেল ৬০ ডলারের বেশি দামে কেনা যাবে না। আগামীকাল সোমবার থেকে এই দাম কার্যকর হবে।
তবে এই দাম মানতে নারাজ মস্কো। পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে রাশিয়া।
তেলের দাম বেঁধে দেওয়ায় খুশি নন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। নিয়মিত রাত্রিকালীন ভাষণে রাশিয়ার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ দুর্বল বলে সমালোচনা করেছেন তিনি।