ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকার: কার পরে কে

ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা
ছবি: রয়টার্স

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তাঁর বড় ছেলে ৭৩ বছর বয়সী তৃতীয় চার্লস স্বয়ংক্রিয়ভাবে ব্রিটিশ সিংহাসনে আরোহণ করেছেন।

রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে গতকাল বৃহস্পতিবার মারা যান। তাঁর জন্ম ১৯২৬ সালে। ১৯৫২ সালে বাবা রাজা জর্জের মৃত্যুর পর দ্বিতীয় এলিজাবেথ উত্তরাধিকারী হিসেবে ব্রিটিশ সিংহাসনে বসেন।

দ্বিতীয় এলিজাবেথ টানা সাত দশক ব্রিটিশ সিংহাসনে আসীন ছিলেন। গত জুনে তিনি তাঁর সিংহাসনে আরোহণের ৭০ বছর পূর্তি উদ্‌যাপন করেন। ব্রিটিশ রাজতন্ত্রের ইতিহাসে রানি দ্বিতীয় এলিজাবেথ সবচেয়ে বেশি সময় সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন।

রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামীর নাম প্রিন্স ফিলিপ। তিনি গত বছর ৯৯ বছর বয়সে মারা যান। তাঁদের চার সন্তান—তৃতীয় চার্লস, প্রিন্সেস অ্যানি, প্রিন্স অ্যান্ড্রু ও প্রিন্স এডওয়ার্ড।

রানি দ্বিতীয় এলিজাবেথের ৪ সন্তান, ৮ নাতি-নাতনি ও ১২ প্রপৌত্র-পৌত্রী আছে

রানি দ্বিতীয় এলিজাবেথের ৮ জন নাতি-নাতনি আছে। আর আছে ১২ জন প্রপৌত্র–পৌত্রী।

তৃতীয় চার্লস রাজা হওয়ার পর এখন ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারের ক্রমতালিকাটি ঠিক কেমন দাঁড়িয়েছে, তা আজ শুক্রবার এক সচিত্র প্রতিবেদনে জানিয়েছে বিবিসি অনলাইন।

ক্রমতালিকায় থাকা ২৩ উত্তরাধিকারের নাম পাঠকদের জন্য তুলে ধরা হলো।

তৃতীয় চার্লস রাজা হওয়ার পর এখন ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারীদের ক্রমতালিকার এক নম্বরে রয়েছেন প্রিন্স উইলিয়াম। তিনি রাজা চার্লসের বড় ছেলে। তাঁর জন্ম ১৯৮২ সালে। মা প্রিন্সেস ডায়ানা।

চার্লসের প্রথম স্ত্রী ডায়ানা। তিনি ১৯৯৭ সালে ফ্রান্সের প্যারিসে সড়ক দুর্ঘটনায় নিহত হন। মৃত্যুর কয়েক বছর আগে চার্লসের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়। ২০০৫ সালে ক্যামিলাকে বিয়ে করেন চার্লস। চার্লস রাজা হওয়ার পর ক্যামিলা এখন ‘কুইন কনসোর্ট’ বলে অভিহিত হবেন।

প্রিন্স উইলিয়ামের ছেলে প্রিন্স জর্জ রয়েছে ক্রমতালিকার দুই নম্বরে। তার জন্ম ২০১৩ সালে। মা কেট মিডলটন। তিন নম্বরে প্রিন্স উইলিয়ামের মেয়ে প্রিন্সেস শার্লট। তার জন্ম ২০১৫ সালে।

রানি দ্বিতীয় এলিজাবেথ

প্রিন্স উইলিয়ামের ছোট ছেলে প্রিন্স লুইস রয়েছে চার নম্বরে। তার জন্ম ২০১৮ সালে।

ক্রমতালিকার পাঁচ নম্বরে রয়েছেন রাজা চার্লস ও প্রয়াত প্রিন্সেস ডায়ানার ছোট ছেলে প্রিন্স হ্যারি। প্রিন্স উইলিয়ামের এই ছোট ভাইয়ের জন্ম ১৯৮৪ সালে। তাঁর স্ত্রী মার্কিন অভিনেত্রী–মডেল মেগান মার্কেল।

প্রিন্স হ্যারির ছেলে আর্চি মাউন্টব্যাটেন-উইন্ডসর রয়েছে ছয় নম্বরে। তার জন্ম ২০১৯ সালে।

সাত নম্বরে প্রিন্স হ্যারির মেয়ে লিলিবেট মাউন্টব্যাটেন-উইন্ডসর। তার জন্ম ২০২১ সালে।

আট নম্বরে রয়েছেন প্রিন্স অ্যান্ড্রু। তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের দ্বিতীয় ছেলে। প্রিন্স অ্যান্ড্রুর জন্ম ১৯৬০ সালে। প্রিন্স অ্যান্ড্রুর বড় মেয়ে প্রিন্সেস বিট্রিস আছেন নয় নম্বরে। তাঁর জন্ম ১৯৮৮ সালে।

১০ নম্বরে আছে প্রিন্সেস বিট্রিসের মেয়ে সিয়েনা ম্যাপেলি মোজি। তার জন্ম ২০২১ সালে।

প্রিন্সেস ইউজেনি আছেন ১১ নম্বরে। তিনি প্রিন্স অ্যান্ড্রুর ছোট মেয়ে। প্রিন্সেস ইউজেনির জন্ম ১৯৯০ সালে।

দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে ছেলে তৃতীয় চার্লস

প্রিন্সেস ইউজেনির ছেলে আগস্ট ব্রুকসব্যাংক রয়েছে ১২ নম্বরে। তার জন্ম ২০২১ সালে।

১৩ নম্বরে আছেন প্রিন্স এডওয়ার্ড। তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের ছোট ছেলে। প্রিন্স এডওয়ার্ডের জন্ম ১৯৬৪ সালে।

প্রিন্স এডওয়ার্ডের ছেলে জেমস ভিসকাউন্ট সেভের্ন ১৪ নম্বরে আছে। তার জন্ম ২০০৭ সালে।

১৫ নম্বরে আছেন লেডি লুইস উইন্ডসর। তিনি প্রিন্স এডওয়ার্ডের মেয়ে। তাঁর জন্ম ২০০৩ সালে।

প্রিন্সেস অ্যানি আছেন ১৬ নম্বরে। তাঁর জন্ম ১৯৫০ সালে। তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের দ্বিতীয় সন্তান। তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের একমাত্র মেয়ে।

১৭ নম্বরে আছেন পিটার ফিলিপস। তাঁর জন্ম ১৯৭৭ সালে। তিনি প্রিন্সেস অ্যানির ছেলে। বাবার নাম মার্ক ফিলিপস।

সাভানা ফিলিপস আছে ১৮ নম্বরে। তার জন্ম ২০১০ সালে। বাবা পিটার ফিলিপস। মা অটাম ফিলিপস। এই দম্পতির বড় মেয়ে সাভানা।

১৯ নম্বরে আছে ইসলা ফিলিপস। পিটার–অটাম দম্পতির দ্বিতীয় মেয়ে ইসলা।

ক্রমতালিকায় জারা টিন্ডাল আছেন ২০ নম্বরে। তাঁর জন্ম ১৯৮১ সালে। তিনি প্রিন্সেস অ্যানি ও মার্ক ফিলিপসের মেয়ে।

২১ নম্বরে আছে মিয়া গ্রেস টিন্ডাল। তার জন্ম ২০১৪ সালে। জারা টিন্ডাল ও মাইক টিন্ডালের প্রথম মেয়েসন্তান গ্রেস টিন্ডাল।

লেনা এলিজাবেথ টিন্ডাল আছে ২২ নম্বরে। তার জন্ম ২০১৮ সালে। জারা–মাইক টিন্ডাল দম্পতির দ্বিতীয় মেয়েসন্তান লেনা।

ক্রমতালিকায় ২৩ নম্বরে আছে লুকাস ফিলিপ টিন্ডাল। তার জন্ম ২০২১ সালে। জারা-মাইক টিন্ডালের তৃতীয় সন্তান (ছেলে) লুকাস।