ইউরোপসহ পশ্চিমা দেশগুলো যখন রাশিয়ার ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছে, তখন রাশিয়াও উল্টো পথে হাঁটছে। জেনেভায় রাশিয়ার রাষ্ট্রদূত জেনদি গাতিলভ জানিয়েছেন, শস্য রপ্তানির ক্ষেত্রে যে চুক্তি ইউক্রেনের সঙ্গে করা হয়েছিল, সেই চুক্তি থেকে তাঁরা সরে আসতে চান। খবর এএফপির
চলতি বছর জাতিসংঘের মধ্যস্থতায় এই চুক্তি হয়েছিল। এই চুক্তি উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘে নথিও জমা দিয়েছে রাশিয়া।
প্রতিবছর প্রায় সাড়ে চার কোটি টন শস্য রপ্তানি করে থাকে ইউক্রেন। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর এই রপ্তানি বন্ধ হয়ে যায়। এই চুক্তির পর যুদ্ধ চলাকালে কৃষ্ণসাগর হয়ে নিরাপদে শস্য রপ্তানির সুযোগ পেয়েছিল ইউক্রেন। ফলে রাশিয়া এই চুক্তি থেকে বেরিয়ে গেলে রপ্তানি আবারও ঝুঁকির মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এ নিয়ে কথা বলেছেন। ‘কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়া’ শীর্ষক এই সম্মেলনে যোগ দিতে কাজাখস্তানে গিয়েছিলেন তিনি। সেখানে সম্মেলন শেষে তিনি বলেন, ইউক্রেন যদি ‘সন্ত্রাসী হামলা’ চালায়, তবে শস্য রপ্তানির এই করিডর বন্ধ করে দেবে রাশিয়া।