ইউক্রেনের ‘ওয়ান্টেড’ তালিকায় মেদভেদেভ

দিমিত্রি মেদভেদেভ
ছবি: রয়টার্স

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভকে ‘ওয়ান্টেড’ ব্যক্তির তালিকায় রেখেছে ইউক্রেন। দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউ গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের

মেদভেদেভ বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান। এসবিইউর বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও সীমানা লঙ্ঘন প্রচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট ফৌজদারি আইনের একটি ধারার আওতায় তাঁকে ওয়ান্টেড তালিকায় রাখা হয়েছে।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের বেশির ভাগ সদস্যই ইউক্রেনের ‘ওয়ান্টেড’ তালিকায় রয়েছেন।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু, পার্লামেন্টের নিম্নকক্ষের চেয়ারম্যান ব্যাচেস্লাভ ভোলোদিন, উচ্চকক্ষের চেয়ারম্যান ভ্যালেন্টিনা মাতভিয়েনকো, নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভসহ দেশটির অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ইউক্রেনের ‘ওয়ান্টেড’ তালিকায় রয়েছেন।

এসবিইউর বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের নিরাপত্তা সংস্থা নিশ্চিত করেছে যে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও আগ্রাসী রাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভকে একজন ওয়ান্টেড ব্যক্তি ঘোষণা করা হয়েছে।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। পরের মাসে (মার্চ) মেদভেদেভকে ওয়ান্টেড ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করে ইউক্রেন।

মেদভেদেভকে ‘ওয়ান্টেড’ তালিকায় রাখার তথ্য ইউক্রেনীয় কর্তৃপক্ষ এত দিন কেন প্রকাশ করেনি, তা স্পষ্ট নয়। তথ্যটি কিয়েভ এখনই-বা কেন প্রকাশ করল, তা–ও তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়।

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন মেদভেদেভ। প্রেসিডেন্ট থাকাকালে তাঁকে একজন মধ্যপন্থী নেতা হিসেবে দেখা হতো। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তাঁকে ইউক্রেনের ব্যাপারে কট্টর দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে দেখা গেছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মেদভেদেভ। ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে তিনি হুমকি দিয়ে বলেছেন, আরও হামলা আসছে।

ক্রিমিয়ার কার্চ সেতুতে বিস্ফোরণের দুই দিন পর গতকাল ইউক্রেনে সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভসহ নগরের ব্যস্ততম এলাকা, পার্ক, পর্যটনকেন্দ্র, বৈদ্যুতিক স্থাপনায় অন্তত ৮৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪–তে পৌঁছেছে। আহত প্রায় ১০০ জন।