ব্রাজিলে নজিরবিহীন দাঙ্গায় রোববার একযোগে দেশটির কংগ্রেস ভবন, প্রেসিডেন্ট প্রাসাদ, সুপ্রিম কোর্টসহ বিভিন্ন সরকারি ভবনে তাণ্ডব চালিয়েছেন সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর উগ্র ডানপন্থী সমর্থকেরা। অক্টোবরের নির্বাচনে বামপন্থী লুলা দা সিলভার কাছে বলসোনারোর পরাজয় মেনে নিতে পারেননি। শেষ পর্যন্ত তাঁদের হটিয়ে গুরুত্বপূর্ণ এসব সরকারি ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।