রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্রে ইহুদিদের একটি উপাসনালয়, দুটি চার্চ ও পুলিশের একটি তল্লাশিচৌকিতে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে অন্তত নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। রোববার প্রজাতন্ত্রের দেরবেন্ত ও মাখাচকালা শহরে এ ঘটনা ঘটে।
স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ব্যক্তিদের মধ্যে ছয়জন পুলিশ কর্মকর্তা। আহত ১২ জনও পুলিশের সদস্য। অপরদিকে দাগেস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রাশিয়ার সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহত বাকি তিনজনের মধ্যে একজন অর্থোডক্স ধর্মপ্রচারক ও অন্তত দুজন হামলাকারী রয়েছেন।
হামলায় জড়িত আরও ব্যক্তিদের খোঁজে অভিযান চালাচ্ছে স্থানীয় পুলিশ। তবে এ হামলার সঙ্গে কারা জড়িত, তা এখনো জানা যায়নি। দাগেস্থানে এর আগেও কয়েকবার ইসলামি জঙ্গি গোষ্ঠীর হামলার ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এ হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে তদন্ত শুরু করেছে রুশ কর্তৃপক্ষ।
এদিকে হামলার পর ঘটনাস্থলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দুই শহরেই বেশ কয়েকটি ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। একটি ভিডিওতে দেখা গেছে, মাখাচকালা শহরে কালো পোশাক পরা কয়েকজন পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ছে। এর পরে সেখানে গাড়ি নিয়ে পৌঁছান স্থানীয় জরুরি সেবা সংস্থার সদস্যরা।
গত এপ্রিলে দাগেস্তান থেকে চারজনকে গ্রেপ্তার করেছিল রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি। এর আগের মাসে মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার সঙ্গে তাঁরা জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছিল। ওই হামলায় ১৪০ জনের বেশি মানুষ নিহত হন। পরে হামলা দায় স্বীকার করে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।