ইউক্রেনের বিভিন্ন এলাকায় রাশিয়ার হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার এসব হামলার ঘটনা ঘটে।
ইউক্রেনের দক্ষিণ-পূর্বে জাপোরিঝঝিয়া অঞ্চলের গভর্নর ইভান ফেদোরভ বলেন, গতকাল শুক্রবার এ অঞ্চলে রুশ হামলায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে কমপক্ষে ১০ এ দাঁড়িয়েছে। রুশ বিমান হামলায় একটি গাড়ির গ্যারেজ ও সার্ভিস স্টেশনে আগুন ধরে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ফেদোরভ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন। এতে আগুন জ্বলতে ও রাস্তাজুড়ে স্থাপনার ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে।
ফেদোরভ আরও বলেন, হামলায় আহত ব্যক্তিদের মধ্যে ৪ ও ১১ বছর বয়সী দুই শিশুও আছে।
এ ছাড়া শুক্রবার ইউক্রেনের মধ্যাঞ্চলীয় ক্রিভি রিহ শহরেও হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে কমপক্ষে দুজন নিহত হয়েছেন।
ক্রিভি রিহ শহরটির অবস্থান দক্ষিণ ইউক্রেন থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরে। ২০২২ সালে ইউক্রেনযুদ্ধ শুরুর পর থেকে বেশ কয়েকবারই সেখানে রুশ বিমান হামলার ঘটনা ঘটেছে।
ইউক্রেনের জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, রুশ হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। এর মধ্যে একজন শিশুও আছে। নিখোঁজ একজনকে উদ্ধারে তল্লাশি চলছে। টেলিগ্রামে দেওয়া পোস্টে সংস্থাটি বলেছে, হামলায় তিনতলা একটি ভবন, আরও কয়েকটি আবাসিক ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।