বড়দিনেও রুশ হামলা থেকে রক্ষা পায়নি ইউক্রেন। আজ বুধবার ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে কয়েকটি শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে রুশ বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একে বর্বরোচিত হামলা বলে মন্তব্য করেছেন। এ হামলায় খারকিভে ছয়জন আহত ও নিপ্রোপেত্রভক্স শহরে একজন নিহত হয়েছেন।
রুশ বাহিনীর হামলার পর খারকিভের প্রায় পাঁচ লাখের বেশি মানুষ তীব্র শীতের মধ্যে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। এ ছাড়া কিয়েভের কিছু অঞ্চল বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে গেছে।
জেলেনস্কি বলেন, ‘আজ বড়দিনকে আক্রমণের জন্য বেছে নিয়েছেন পুতিন। এর চেয়ে অমানবিক আর কী হতে পারে? ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ ৭০টির বেশি ক্ষেপণাস্ত্র ও কয়েক শ ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হামলার কথা স্বীকার করে বলেছে, কিয়েভের সামরিক শিল্পে সহায়তাকারী জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা করা হয়েছে। হামলার লক্ষ্য পূরণ হয়েছে।
ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, মঙ্গলবার দিবাগত রাত ও বুধবার সকালে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ৫৯টি ক্ষেপণাস্ত্র ও ৫৪টি ড্রোন ভূপাতিত করেছে।
এদিকে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ভ্লাদিকাভকাজ শহরের একটি বিপণিবিতানে আগুন লেগে যায়। রাশিয়ার উত্তরাঞ্চলের ওই শহরের মেয়র জানায়, রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোনটিকে ধ্বংস করলেও এ বিধ্বস্ত অংশ পড়ে আগুন লাগার ঘটনা ঘটে।