চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ডানে)
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ডানে)

ইউক্রেনে শান্তি ফেরাতে চীনের পরিকল্পনায় সমর্থন পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে চীনের পরিকল্পনায় তাঁর সমর্থন রয়েছে।

চীনা সংবাদমাধ্যম সিনহুয়ায় আজ বুধবার প্রকাশিত এক সাক্ষাৎকারে পুতিন এ কথা বলেন। তিনি আরও বলেন, ইউক্রেন সংকটের পেছনের কারণগুলো সম্পর্কে বেইজিংয়ের পূর্ণ ধারণা আছে।

চলতি সপ্তাহে পুতিনের চীন সফর করার কথা রয়েছে। এই সফরের আগে সিনহুয়াকে সাক্ষাৎকার দিলেন তিনি।

সাক্ষাৎকারে পুতিন বলেন, দুই বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন সংকটের সমাধানে আলোচনার জন্য পথ খোলা রেখেছে মস্কো।

রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন সংকটের সমাধানে চীনের দৃষ্টিভঙ্গির বিষয়ে মস্কোর মনোভাব ইতিবাচক। এই সংকটের মূল কারণ ও এর বৈশ্বিক ভূরাজনৈতিক অর্থ বেইজিং সত্যিই বোঝে।

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে বৈঠকে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ইউক্রেন সংকট সমাধানে যেসব মূলনীতি তুলে ধরেছিলেন, সেগুলোকে বাস্তবসম্মত ও গঠনমূলক পদক্ষেপ বলে মন্তব্য করেন পুতিন। তিনি বলেন, স্নায়ুযুদ্ধের মনোভাব থেকে বেরিয়ে আসার জন্য এসব পদক্ষেপ প্রয়োজনীয়।

যুদ্ধ বন্ধে বছরখানেক আগে ১২ দফার প্রস্তাব দিয়েছিল বেইজিং। তখন মস্কো ও কিয়েভ দুই পক্ষ একে স্বাগত জানিয়েছিল।

তবে যুক্তরাষ্ট্র বলছিল, চীন নিজেকে শান্তি স্থাপনকারী হিসেবে তুলে ধরছে। কিন্তু বেইজিংয়ের কথায় ইউক্রেন নিয়ে রাশিয়ার মিথ্যা বর্ণনাই প্রতিফলিত হচ্ছে। এমনকি ইউক্রেনে রুশ হামলার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে চীন।