ইউক্রেনের রাজধানী কিয়েভে পরীক্ষা করা হচ্ছে ড্রোন
ইউক্রেনের রাজধানী কিয়েভে পরীক্ষা করা হচ্ছে ড্রোন

ইউক্রেনের ৭০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

ইউক্রেনের পাঠানো ৭০ টির বেশি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। স্থানীয় কর্তৃপক্ষ ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে এ কথা বলা হয়।

রাশিয়া বলছে, গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত এসব ড্রোন ভূপাতিত করা হয়। এর মধ্যে মস্কোর আশপাশের আকাশে ভূপাতিত করা হয় ১২টি ড্রোন।

রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের গভর্নর আলেকসান্দর বোগোমাজ বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে বলেন, ইউক্রেনের সীমান্তবর্তী এই এলাকায় শত্রুপক্ষের (ইউক্রেন) ৫৯টি মনুষ্যবিহীন আকাশযান ধ্বংস করা হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতি হয়নি।

রাশিয়ার রাজধানী মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে বলেন, মস্কো অঞ্চলে ১২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

ইউক্রেনের এই হামলার পরিপ্রেক্ষিতে মস্কোর আশপাশের তিনটি বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বিমানবন্দরগুলোর ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।

রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, মস্কোর দক্ষিণে তুলা অঞ্চলে ইউক্রেনের আরও দুটি ড্রোন হামলা ঠেকিয়ে দেওয়া হয়।

ইউক্রেন ও রাশিয়া নিয়মিত পরস্পরের ভূখণ্ডে ড্রোন হামলা চালাচ্ছে। বেশির ভাগ সময় রাতে এসব হামলা চালানো হয়।