ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা শহর নোভায়া কাখোভকায় ব্যাপক হামলা চলছে। আজ শনিবার শহরটিতে ব্যাপক গোলাবর্ষণ শুরু হয় বলে জানিয়েছে সেখানে রাশিয়ার নিয়োগ দেওয়া নগর কর্তৃপক্ষ।
ব্যাপক গোলাবর্ষণে এ শহরে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা অচল হয়ে গেছে। শহরটির কর্তৃপক্ষ বলছে, ইউক্রেনীয় বাহিনী এ হামলা চালাচ্ছে।
নোভায়া কাখোভকায় গোলাবর্ষণের আগে শনিবার সকালে রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া উপদ্বীপের প্রধান বন্দরনগরী সেভাস্তোপলে একটি জ্বালানি সংরক্ষণাগারে ড্রোন হামলার ঘটনা ঘটে। এ হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বলা হচ্ছে, ইউক্রেন রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর যে প্রস্তুতি নিচ্ছিল, এসব হামলা তারই অংশ।
নোভায়া কাখোভকা শহরের অবস্থান ইউক্রেনের দক্ষিণের খেরসন অঞ্চলে। গত বছর দেশটিতে হামলা শুরুর পর রুশ বাহিনী ইউক্রেনের যে চার অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে, সেগুলোর একটি খেরসন। খেরসনে নিপ্রো নদীর উজানে এ শহরের অবস্থান। খেরসনের রাজধানী শহর খেরসন। গত বছরের নভেম্বরে রুশ বাহিনী খেরসন শহর থেকে পিছু হটেছিল।
নোভায়া কাখোভকার নিয়ন্ত্রণ নেওয়ার পর রাশিয়া সেখানে যে কর্মকর্তাদের নিয়োগ দিয়েছিল, তাঁরা টেলিগ্রামে দেওয়া বার্তায় বলেছেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী নোভায়া কাখোভকা ও এর আশপাশের এলাকায় ব্যাপক গোলাবর্ষণ করছে।
গোলাবর্ষণের কারণে নোভায়া কাখোভকা এখন বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। কর্তৃপক্ষ শহর ও এর আশপাশের এলাকার বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বলেছে, গোলাবর্ষণ বন্ধ হয়ে গেলে বিদ্যুৎ–সংযোগ সচল করার কাজ শুরু হবে।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রুশ বাহিনী। ওই দিনই রুশ সেনারা নোভায়া কাখোভকা নিজেদের নিয়ন্ত্রণে নেন। পানি–বিদ্যুৎকেন্দ্রসহ কৌশলগত নানা কারণে রাশিয়ার জন্য এর নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ।