আটক
আটক

জার্মানিতে ইউক্রেনের দুই সেনা নিহত, রুশ নাগরিক আটক

জার্মানির বাভারিয়া রাজ্যে ছুরিকাঘাতে ইউক্রেনের দুই ব্যক্তি নিহত হয়েছেন। হত্যায় জড়িত সন্দেহে এক রুশ নাগরিককে আটক করা হয়েছে। গত শনিবার এ ঘটনা ঘটে। এর কারণ জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশপ্রধান।

জার্মানিতে অবস্থিত ইউক্রেনের দূতাবাস জানিয়েছে, নিহত দুজনের বয়স ২৩ ও ৩৬ বছর। তাঁরা ইউক্রেনের সেনাবাহিনীর সদস্য। পুনর্বাসনের জন্য জার্মানিতে অবস্থান করছিলেন তাঁরা।

বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখতে জার্মানিতে থাকা ইউক্রেনীয় কূটনীতিকদের পরামর্শ দিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।

এদিকে বাভারিয়া রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইওয়াখিম হেয়ারমান জানিয়েছেন, তিনজনকে আগেও একসঙ্গে দেখা গেছে বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। তাঁরা সবাই মদ্যপানে আসক্ত ছিলেন বলেও জানা গেছে। ফলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যাকাণ্ডের পেছনের কারণ সম্পর্কে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর অনুরোধ করেছেন তিনি।

স্থানীয় পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় একটি বিপণিবিতানের কাছে মারাত্মকভাবে আহত দুই ব্যক্তির পড়ে থাকার খবর পেয়ে সেখানে উপস্থিত হয় তারা। পরে ৩৬ বছর বয়সী এক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়। আর ২৩ বছর বয়সী আরেক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান।