রুশ উড়োজাহাজ সুখোই সুপারজেট ১০০
রুশ উড়োজাহাজ সুখোই সুপারজেট ১০০

মস্কোর কাছে রুশ উড়োজাহাজ বিধ্বস্ত

পরীক্ষামূলক উড্ডয়নের সময় রাশিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ মস্কোর কাছে বিধ্বস্ত হয়েছে। এ সময় উড়োজাহাজটিতে তিনজন ক্রু ছিলেন। দেশটির জরুরি বিষয়সংক্রান্ত মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, সুখোই সুপারজেট ১০০ নামের উড়োজাহাজটি একটি বনের মধ্যে আছড়ে পড়ে। এতে তিনজন ক্রু নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। উড়োজাহাজে কোনো যাত্রী ছিল না।

রাশিয়ার রাষ্ট্রীয় এক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, উড়োজাহাজটি মেরামত শেষে পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনার সময় বিধ্বস্ত হয়।

২০২২ সালে ইউক্রেনে সর্বাত্মক হামলা চালানোর পর রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো। এর পর থেকে পশ্চিমা উড়োজাহাজের ওপর থেকে নির্ভরতা কমাতে সুখোই সুপারজেটের উন্নয়নে কাজ করছে রাশিয়া।

শুক্রবার সংক্ষিপ্ত এক বিবৃতিতে জরুরি বিষয়সংক্রান্ত মন্ত্রণালয় জানায়, উড়োজাহাজটি একটি বনাঞ্চলে বিধ্বস্ত হয়। এতে স্থানীয় লোকজনের মধ্যে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন, উড়োজাহাজটি রাশিয়ার জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম এভিয়ার মালিকানাধীন। এটি কলোমনা শহরের কাছে বিধ্বস্ত হয়। এ ঘটনার তদন্ত চলছে।