শত বছরের বেশি সময় পর নারী সম্পাদক পেল যুক্তরাজ্যভিত্তিক সংবাদপত্র দ্য অবজারভার। পত্রিকাটির ছাপা সংস্করণে সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন লুসি রক। কয়েক দিন আগেই অবজারভার কিনে নেয় টরটয়েজ মিডিয়া নামের একটি অনলাইন সংবাদমাধ্যম। এরপর পত্রিকাটির সম্পাদক পদে এই পরিবর্তন আনা হলো।
অবজারভার প্রতিষ্ঠা করা হয় ২৩৩ বছর আগে ১৭৯১ সালে। তখন থেকে প্রতি রোববার প্রকাশিত হয়ে আসছে পত্রিকাটি। অবজারভারকে বলা হয় বিশ্বের সবচেয়ে পুরোনো সাপ্তাহিক পত্রিকা। ১৯৯৩ সালে পত্রিকাটি কিনে নেয় গার্ডিয়ান মিডিয়া গ্রুপ। তাদের অধীনে সংবাদমাধ্যম গার্ডিয়ানও রয়েছে। গত বুধবার গ্রুপটি অবজারভার বিক্রির তথ্য নিশ্চিত করে।
বিক্রির পর অবজারভার-এর প্রধান সম্পাদক হচ্ছেন বিবিসির সাবেক সাংবাদিক জেমস হার্ডিং। লুসি রক কাজ করবেন ছাপা পত্রিকার সম্পাদক হিসেবে। ডিজিটাল সংস্করণের জন্য থাকবেন আরেকজন সম্পাদক। এর আগে দীর্ঘ সময় ধরে অবজারভার ও গার্ডিয়ান-এ সাংবাদিকতা করেছেন লুসি। তারও আগে সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেস ও ডেইলি মিরর-এ গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি।
নতুন দায়িত্ব পাওয়ার পর লুসি রক বলেন, ‘অবজারভার পত্রিকা সম্পাদনার দায়িত্ব পাওয়া এবং এই পত্রিকার দীর্ঘ ইতিহাসের নতুন একটি যুগে সেরা মানের প্রতিবেদক, মতামতদাতা, সমালোচক ও বিভিন্ন পর্যায়ের সম্পাদকদের দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া আমার জন্য বড় সৌভাগ্যের বিষয়।’
এর আগে অবজারভার-এ সবশেষ নারী সম্পাদক নিয়োগ দেওয়া হয়েছিল ১৮৯১ সালে। তখন পত্রিকাটির মালিক ছিলেন ফ্রেডেরিক বিয়ার। তিনি তাঁর স্ত্রী র্যাচেল বিয়ারকে সম্পাদক বানিয়েছিলেন। ১৩ বছর ধরে ওই পদে ছিলেন র্যাচেল।
সব মানুষের মতামতের প্রতি অবজারভার সম্মান দেখাবে উল্লেখ করে পত্রিকাটির বর্তমান প্রধান সম্পাদক জেমস হার্ডিং বলেন, ‘সাংবাদিকতার জগতে অবজারভার–এর একটি ঐতিহাসিক স্থান রয়েছে। পাঠকদের মনেও বিশেষ জায়গা রয়েছে। আগামী বছরগুলোয় পত্রিকাটির মূল্যবোধ আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত করতে আমাদের সবটুকু দেওয়ার জন্য মুখিয়ে আছি।’