রাশিয়ার মস্কোতে রোববার ভোরে তিনটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ওই ড্রোন হামলাকে কেন্দ্র করে একটি আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল।
তিনটি ড্রোনের মধ্যে একটি শহরের উপকণ্ঠে ভূপাতিত করা হয়েছে। আর অপর দুটি ড্রোন ভূপাতিত হয়েছে একটি অফিস এলাকায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একে পরিকল্পিত সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে। রোববার মন্ত্রণালয়ের এক টেলিগ্রাম পোস্টে বলা হয়, ‘৩০ জুলাই সকালে কিয়েভ সরকার মস্কো শহরে চালকবিহীন বিমান দিয়ে সন্ত্রাসী হামলার চেষ্টা চালিয়েছিল, যা প্রতিহত করা হয়েছে।’
মস্কো শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, নগর কর্তৃপক্ষের দুটি কার্যালয় হালকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৫০০ কিলোমিটারের মধ্যে থাকা রুশ এলাকাগুলোতে চলতি বছর কয়েকটি ড্রোন হামলা হয়েছে। এসব হামলার জন্য কিয়েভকে দায়ী করে থাকে মস্কো।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, ড্রোন হামলার কারণে মস্কোর ভনুকোভো বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছিল। ফ্লাইটগুলো অন্য বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। তবে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
চলতি মাসের শুরুর দিকে ড্রোন হামলার কারণে একই বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল ব্যাহত হয়েছিল।