প্রকাশ পেতে যাচ্ছে ব্রিটিশ রাজপরিবার ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো প্রিন্স হ্যারির আত্মজীবনী ‘স্পেয়ার’। আত্মজীবনীতে নানা স্মৃতি তুলে ধরেছেন তিনি। জানিয়েছেন আফগানিস্তানে যুদ্ধে অংশ নিয়ে ২৫ জনকে হত্যার কথা। ওই হত্যার সময় হ্যারির নাকি মনে হয়েছিল, তিনি দাবার বোর্ড থেকে ‘ঘুঁটি সরিয়ে’ দিচ্ছেন। হ্যারির এ কথার সমালোচনা করেছেন তালেবানের এক নেতা।
সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ৩৮ বছর বয়সী ডিউক অব সাসেক্স হ্যারি তালেবানের বিরুদ্ধে যুদ্ধে আফগানিস্তানে দুই দফা দায়িত্ব পালন করেছেন। প্রথমবার ২০০৭-০৮ মেয়াদে বিমান হামলার ফরওয়ার্ড এয়ার কন্ট্রোলার কলিংয়ে দায়িত্ব পালন করেন তিনি। পরে ২০১২-১৩ মেয়াদে অ্যাটাক হেলিকপ্টারের পাইলট হিসেবে যুদ্ধে অংশ নিয়েছিলেন।
হ্যারির সমালোচনা করা তালেবানের ওই নেতার নাম আনাস হাক্কানি। আত্মজীবনীর মলাটের একটি ছবি টুইটারে পোস্ট করে তিনি লিখেছেন, ‘হ্যারি, আপনি যাঁদের হত্যা করেছিলেন, তাঁরা দাবার ঘুঁটি ছিলেন না, মানুষ ছিলেন। তাঁদের পরিবার ছিল, যারা তাঁদের জন্য অপেক্ষা করত। আফগানিস্তানে যারা হত্যাকাণ্ড চালিয়েছিল, তাদের মধ্যে অনেকেরই আপনার মতো যুদ্ধাপরাধের কথা স্বীকার করার মতো শিষ্টাচার নেই।’
এদিকে প্রিন্স হ্যারির আত্মজীবনী ‘স্পেয়ার’ এখনো বাজারে না এলেও সেটির অনেকাংশ প্রকাশ পেয়েছে। এটি হয়েছে আত্মজীবনীর স্প্যানিশ সংস্করণ ভুলবশত আগেই বৃহস্পতিবার বিক্রির জন্য দোকানে রাখা হলে। অবশ্য পরে দোকান থেকে সেগুলো সরিয়ে নেওয়া হয়।