পরাজয়ের পর যা বললেন ঋষি সুনাক

ঋষি সুনাক
ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লিজ ট্রাস। তাঁর কাছে পরাজিত হওয়ার পর টুইটারে প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির কনজারভেটিভ পার্টির সদস্য ঋষি সুনাক।

যুক্তরাজ্যে সোমবার ঋষি সুনাক দলের সদস্যদের ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানিয়েছেন। টুইটারে সুনাক যারা তাঁকে ভোট দিয়েছেন তাঁদের সবাইকে ধন্যবাদ জানান।

ব্রিটিশ ভারতীয় সাবেক চ্যান্সেলর টুইটে জানান, ‘আমি বলেছি কনজারভেটিভরা একপরিবার। আমরা এখন নতুন প্রধানমন্ত্রী হতে যাওয়া লিজ ট্রাসের প্রতি ঐক্যবদ্ধ হয়েছি। কারণ, তিনি কঠিন সময়ে দেশ পরিচালনা করছেন।’

লিজ ট্রাস পেয়েছেন ৮১ হাজার ৩২৬ ভোট। অন্যদিকে সুনাক পেয়েছেন ৬০ হাজার ৩৯৯ ভোট। সুনাকের তুলনায় ট্রাস ৮২.৬ শতাংশ বেশি ভোট পেয়েছে। এক লাখ ৭২ হাজার ৪৩৭ ভোটারের মধ্যে ৬৫৪টি ভোট বাতিল হয়েছে।

মার্গারেট থ্যাচার ও থেরেসা মের পর ৪৭ বছরের ট্রাস তৃতীয় নারী প্রধানমন্ত্রী। গত রোববারও সুনাক বলেছেন, তিনি কনজারভেটিভ দলের নির্বাচনী প্রতিদ্বন্দিতায় পরাজিত হলে পরবর্তী সরকারের প্রতি সমর্থন দেবেন।

নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে সুনাক বলেন, তিনি পার্লামেন্টের সদস্য হিসেবে থাকবেন। লিজ ট্রাসের কাছ পরাজিত হলেও তিনি তাঁর নির্বাচনী এলাকা ইয়র্কশায়ার রিচমন্ডে কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন।