হামলার পর ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন পুলিশ ও ফরেনসিক দলের সদস্যরা। সোমবার ইংল্যান্ডের উত্তর–পশ্চিমাঞ্চলীয় সাউথপোর্ট শহরে
হামলার পর ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন পুলিশ ও ফরেনসিক দলের সদস্যরা। সোমবার ইংল্যান্ডের উত্তর–পশ্চিমাঞ্চলীয় সাউথপোর্ট শহরে

নাচের কর্মশালায় ছুরি হামলায় ২ শিশু নিহত, আহত ৯

যুক্তরাজ্যের সাউথপোর্ট শহরে শিশুদের নাচের কর্মশালায় ছুরি হামলায় দুজন নিহত হয়েছে। সাত শিশুসহ আহত হয়েছেন নয়জন। দুই বয়স্ক ব্যক্তি শিশুদের বাঁচাতে গিয়ে আহত হন। আহত ছয়জনের অবস্থাই সংকটাপন্ন।

সোমবার লিভারপুলের কাছে সাউথপোর্ট শহরের হার্ট স্ট্রিটে টেলর সুইফট ইয়োগা ও নাচের কর্মশালায় এ হামলার ঘটনা ঘটে। ৬ থেকে ১০ বছরের শিশুদের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়।

এ ঘটনায় সন্দেহভাজন ১৭ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া কিশোর ল্যাঙ্কাশায়ারে ব্যাঙ্কস এলাকার বাসিন্দা। হত্যা ও হত্যাচেষ্টায় জড়িত সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ বলছে, কেন এই হামলা চালানো হয়েছে তা অস্পষ্ট। তবে এ ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে দেখা হচ্ছে না।

মার্সিসাইড পুলিশের চিফ কনস্টেবল সেরেনা কেনেডি সংবাদ সম্মেলনে বলেন, ‘একটি বিদ্যালয়ে শিশুরা টেলর সুইফট থিম নাচের কর্মশালায় অংশ নেয়। এ সময় হামলাকারী ছুরি হাতে বিদ্যালয় চত্বরে প্রবেশ করে এবং শিশুদের আঘাত করতে শুরু করে।’

একজন প্রত্যক্ষদর্শী ঘটনাটিকে ‘ভয়ংকর’ বলে অভিহিত করেন। তিনি বলেন, এমন ঘটনা তাঁরা কখনো দেখেননি।

হামলার ভুক্তভোগীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তাঁরা আক্রান্ত ব্যক্তিদের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন।