ভক্সওয়াগনের সিইও হচ্ছেন পোরশের প্রধান

ভক্সওয়াগন জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান
ছবি: রয়টার্স

জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগনের প্রধান নির্বাহীর দায়িত্ব নিতে যাচ্ছেন দেশটির আরেক বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পোরশের প্রধান নির্বাহী কর্মকর্তা অলিভার ব্লুম। তিনি ভক্সওয়াগনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হারবার্ট ডাইসের স্থলাভিষিক্ত হবেন। বার্তা সংস্থা রয়টার্স রোববার এ খবর জানায়।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, প্রাতিষ্ঠানিক কৌশল নির্ধারণ ও যোগাযোগ পদ্ধতি নিয়ে ধারাবাহিক কয়েকটি ভুল পদক্ষেপ নিয়েছিলেন হারবার্ট ডাইস। এ কারণে ভক্সওয়াগনের সুপারভাইজরি বোর্ড ভোটের মাধ্যমে তাঁকে পদত্যাগ করতে বাধ্য করে। হারবার্ট ডাইস বিগত চার বছর ভক্সওয়াগনের প্রধান নির্বাহীর দায়িত্বে ছিলেন।

পোরশের প্রধান নির্বাহী কর্মকর্তা অলিভার ব্লুম

এ ঘটনা সম্পর্কে জানেন এমন একাধিক সূত্র জানিয়েছে, ভক্সওয়াগনের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন চাচ্ছিল প্রতিষ্ঠানটির নীতিনির্ধারণী সুপারভাইজরি বোর্ডের অর্ধেক ভোটাধিকার ও কোম্পানির ৩১ দশমিক ৪ শতাংশ শেয়ারের মালিক পোরশে ও পিয়েচ। পোরশে পরিবারের এমন চাওয়ার পরিপ্রেক্ষিতে নেতৃত্বে পরিবর্তন আসছে।

নাম প্রকাশ না করার শর্তে এক সূত্র বলেছে, ‘ডাইস ভুল ছিলেন। তিনি ভক্সওয়াগনে উল্লেখ করার মতো পরিবর্তন এনেছেন। কিন্তু তাঁর যোগাযোগ ছিল দুঃখজনক।’
ভক্সওয়াগনের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আসছে বলে জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, ‘ব্লুম ১ সেপ্টেম্বর থেকে দায়িত্ব নেবেন। তবে পোরশের সিইও থাকবেন তিনি। পাশাপাশি নতুন কিছু দায়িত্ব পাবেন তিনি। এর মধ্যে একটি সম্ভাব্য আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) ছাড়ার বিষয়টিও থাকবে।’

৫৪ বছর বয়সী অলিভার ব্লুম এর আগেও ভক্সওয়াগনে একাধিক দায়িত্বে ছিলেন। ভক্সওয়াগনে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে শুরুর পর ওলফসবার্গ সদর দপ্তরের উৎপাদন প্রধানও ছিলেন। ২০০৯ সালে তিনি পোরশের উৎপাদন ও লজিস্টিক বিভাগের প্রধানের দায়িত্ব পান। ২০১৩ সাল থেকে ব্লুম পোরশের প্রধান নির্বাহী।