রাশিয়া ও ইউক্রেন কয়েক শ যুদ্ধবন্দী বিনিময় করেছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যস্থতায় এই বন্দিবিনিময় হয়েছে। রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির হাতে থাকা ১৫০ জন ইউক্রেনীয় সেনাকে সমসংখ্যক রুশ সেনার বিনিময়ে হস্তান্তর করা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ১৮৯ ইউক্রেনীয় সেনা দেশে ফিরেছেন। তিনি আরও বলেন, মুক্তি পাওয়া সেনাদের মধ্যে আজভস্তাল ও মারিউপোল, চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও স্নেক আইল্যান্ডের সুরক্ষাকারীরা ছিলেন।
মুক্ত ইউক্রেনীয় সেনারা উত্তর ইউক্রেনের একটি এলাকায় পরিবারের সঙ্গে মিলিত হন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিবিসির সাংবাদিকেরা।
মুক্তি পাওয়া আনাতোলি বলেন, তিনি অভিভূত। ২০২২ সালে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিউপোলে তিনি বন্দী হয়েছিলেন। আনাতোলি বলেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ, এই দিন এসেছে। আমরা দেশে ফিরেছি। আমরা এখন আমাদের যা কিছু আছে, তা দিয়ে ইউক্রেনকে সাহায্য করব।’
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সদ্য মুক্তি পাওয়া রুশ সেনারা বেলারুশে আছেন। তাঁদেরকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করা হয়েছে।
একটি ভিডিওতে রাশিয়ার মানবাধিকার কমিশনার তাতিয়ানা মোসকালকোভা বলেন, ‘শিগগিরই আমাদের এই লোকজন নিজেদের পরিবারের সদস্য ও বন্ধুদের আলিঙ্গন করবেন এবং নিজ ভূমিতে নববর্ষ উদ্যাপন করবেন।’
যুদ্ধ শুরু হওয়ার পর এ নিয়ে ৫৯তম বারের মতো বন্দিবিনিময় করল রাশিয়া ও ইউক্রেন। এটি সবচেয়ে বেশিসংখ্যক বন্দিবিনিময়ের ঘটনাগুলোর একটি।